এগুচ্ছে ‘বিউটি সার্কাস’। চিত্রনাট্য, লোকেশন নির্বাচনের ধাপ পেরিয়ে ইউনিট এখন মন দিচ্ছে কাস্টিং ও শুটিংয়ের আয়োজনে।
ছবিতে মামুনুর রশীদ একজন নেতা। জনমুখী রাজনীতি করেন। গতকাল (৩০ অক্টোবর) দিনব্যাপী তিনি ছিলেন ‘বিউটি সার্কাস’ টিমের সঙ্গে। নিজের অভিনয়জীবনের অভিজ্ঞতা তুলে ধরেছেন। বলেছেন সংকট-সম্ভাবনার কথাও।
দিদার বলছেন, ‘দুই বাংলায় তার কাজ করার অভিজ্ঞতা, বর্তমানে বাংলা চলচ্চিত্রের অবস্থান, সংকট, আমাদেরকে কীভাবে এগিয়ে যাওয়া উচিত- এসব বিষয় নিয়ে তার জায়গা থেকে বেশকিছু কথা বলেছেন। টিপস দিয়েছেন আমাদেরকে। ’ শুধু তিনি নয়, পরিচালক জানিয়েছেন, ‘আগামীতে কবরী, অনিমেষ আইচ, অমিতাভ রেজা- তাদেরকেও আমরা ডাকবো। অনুরোধ করবো আমাদেরকে পরামর্শ দেওয়ার জন্য। টেকনিক্যাল পারসনরাও আসবেন। সবাই এসে আমার ছেলেগুলোকে (বিউটি সার্কাসের টিম) একটু দিকনির্দেশনা দেবেন। শুটিংয়ের আগ পর্যন্ত এটা চলতে থাকবে। ’
আগামী বছরের জানুয়ারির মধ্য অথবা শেষভাগে আনুষ্ঠানিকভাবে দৃশ্যধারণ শুরু হবে ‘বিউটি সার্কাস’-এর। কাজ হবে নেত্রকোণার সোমেশ্বরী নদীর তীর, শেরপুরের গজনী, সিরাজগঞ্জ, কাপ্তাইয়ের কর্ণফুলি মাঠ- এসব জায়গায়।
সরকারি অনুদান পাওয়া এ ছবিটির কাহিনী একটি সার্কাসের দলকে ঘিরে। সার্কাসের ঝুঁকিপূর্ণ খেলা, সার্কাসপ্রেমী মানুষ, সামাজিক বাধা, খেলোয়াড়দের জীবন-সংগ্রাম উঠে আসবে গল্পে।
বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৫
কেবিএন/এসও