গারোদের সবচেয়ে বড় ধর্মীয় ও সামাজিক উৎসব হলো ওয়ানগালা। এটি গারোদের অতি পুরনো উৎসব।
বনানী মডেল হাইস্কুল প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে নাচ-গানে তুলে ধরা হবে গারোদের ইতিহাস ও ঐতিহ্য। উৎসব চলবে সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত। এখানে সাংস্কৃতিক ব্যক্তিত্বরাও থাকবেন।
খাদ্য শস্যের বীজ দানকারী দেবতা মিসি সালজংয়ের সম্মানার্থে গারো জনগোষ্ঠী ওয়ানগালা উৎসব পালন করে। পাহাড়ি জনপদে এ উৎসব তিন দিন হলেও ঢাকায় হবে একদিন।
বাংলাদেশ সময় : ১৫৩১ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৫
জেএইচ