নন্দিত কথাশিল্পী ও চলচ্চিত্রকার হুমায়ূন আহমেদ পৃথিবীর মায়া ত্যাগ করেছেন ২০১২ সালে। তিনি না থাকলেও তার সৃষ্টিকর্ম রয়ে গেছে।
আয়োজকরা জানান, ওইদিন সকাল ১০টায় প্রয়াত হুমায়ূন আহমেদের পরিবারের সদস্য ও বিশিষ্টজনদের উপস্থিতিতে মেলার উদ্বোধন করা হবে। থাকবে হুমায়ূন আহমেদের জীবন ও কর্ম নিয়ে বিশিষ্টজনদের স্মৃতিচারণা, তার লেখা গান নিয়ে সংগীত পরিবেশনা, আবৃত্তি, নৃত্য, চিত্রাংকন প্রতিযোগিতা প্রভৃতি।
মেলা সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই। পরিচালনা করবেন আমীরুল ইসলাম ও শহীদুল আলম সাচ্চু। মেলার নাম দেওয়া হয়েছে ‘এবি ব্যাংক-চ্যানেল আই হিমু মেলা’।
একই দিন রাত ৭টা ৫০ মিনিটে চ্যানেল আইতে প্রচার হবে হুমায়ূন আহমেদের একটি বিশেষ নাটক। এ ছাড়া ১২ ও ১৪ নভেম্বর চ্যানেল আই প্রচার করবে হুমায়ূন আহমেদের চলচ্চিত্র ‘চন্দ্রকথা’ ও ‘শ্রাবণ মেঘের দিন’।
অন্যদিকে এ উপলক্ষে চ্যানেল আগামী (অনলাইন শিশুতোষ চ্যানেল) আয়োজন করেছে হুমায়ূন আহমেদ উৎসব। শিশু-কিশোরদের নিয়ে বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১০টায় কেন্দ্রীয় গণগ্রন্থাগার মিলনায়তনে এর উদ্বোধন হবে। তিন দিনের এই উৎসব চলবে ১৪ নভেম্বর পর্যন্ত।
উৎসবে থাকছে হুমায়ূন আহমেদের চলচ্চিত্র প্রদর্শনী, শিশু-কিশোরদের নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতা, আলোকচিত্র, গল্প লেখা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা। সব বিভাগেই দেওয়া হবে তিনটি করে পুরস্কার, সনদপত্র ও নগদ অর্থ।
বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৫
এসও/জেএইচ