ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

তুরস্কের ধারাবাহিক দীপ্ত টিভিতে

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৯ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৫
তুরস্কের ধারাবাহিক দীপ্ত টিভিতে

প্রায় সাতশ বছর ধরে তুরস্কের অটোম্যান সাম্রাজ্যের রাজত্ব ছিল পৃথিবীজুড়ে। এই সাম্রাজ্যের স্বর্ণযুগ ছিলো সুলতান সুলেমানের নেতৃত্বে।

শাসনকাল ছিলো ষোড়শ থেকে সপ্তদশ শতাব্দী পর্যন্ত। এই কাহিনী তুলে ধরা হয়েছিলো সে দেশের একটি টিভি ধারাবাহিকে। এবার এটি বাংলায় দেখতে পাবেন দেশের দর্শকরা।

জানা যায়, ক্ষমতার টানাপোড়েনে অটোম্যান সাম্রাজ্যের ষড়যন্ত্রে, গুপ্তহত্যা, ভাইহত্যা, সন্তানহত্যা ও দাসপ্রথার অন্তরালের কাহিনী নিয়ে নাটকটি তৈরি করা হয়েছে।

এখানে জীবন্ত হয়ে উঠেছে সুলতানকে প্রেমের জালে ফেলে এক সাধারণ দাসীর সম্রাজ্ঞী হয়ে ওঠার কাহিনী। সম্প্রচার অপেক্ষায় থাকা দীপ্ত টিভিতে প্রচার হবে এই ধারাবাহিকটি।  

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৫
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।