ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

দর্শকের গল্পে বিজয় দিবসের নাটকে মৌ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩২ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৫
দর্শকের গল্পে বিজয় দিবসের নাটকে মৌ মৌ / ছবি : নূর- বাংলানিউজটোয়েটিফোর.কম

চারুকলায় পড়ার সময় সহপাঠি ছেলেটির সঙ্গে সম্পর্ক হয় মেয়েটির। একসময় সেটা ভেঙে যায়, ছেলেটির কারণেই।

তারপর অনেকদিন দেখা নেই। এর মধ্যে তারা চিত্রশিল্পী হিসেবেও নাম করে। একটা প্রদর্শনীতে দু’জনের আবার দেখা। মেয়েটির ইচ্ছেতেই আবার যোগাযোগ তৈরি হয়। পুরনো সম্পর্ক জোড়া দিতে চায় মেয়েটি। ছেলেটি রাজি নয়। সে দূরে সরে যেতে চায়। কারণ সে ছিলো যুদ্ধশিশু। এমন একটি গল্পের নাটকে অভিনয় করেছেন জনপ্রিয় মডেল-অভিনেত্রী মৌ।

‘সবুজ কাহিনী’ নামের গল্পটা লিখেছেন এক দর্শক, আসমা আক্তার। চিত্রনাট্য তৈরি ও পরিচালনা করছেন সুমন আনোয়ার। এতে মৌ অভিনয় করেছেন আজাদ আবুল কালামের বিপরীতে। বিজয় দিবস উপলক্ষে তৈরি হচ্ছে এটি।

নির্মাতা জানান, ‘সবুজ কাহিনী’র দৃশ্যধারণ শুরু হয়েছে বৃহস্পতিবার (১২ নভেম্বর) থেকে। এর চিত্রায়ন হয়েছে রাজধানীর ধানমন্ডি, ইস্কাটন, বসিলা, মোহাম্মদপুরের বধ্যভূমিতে। শুক্রবার (১৩ নভেম্বর) শেষ হচ্ছে এর কাজ। আগামী ১৬ ডিসেম্বর আরটিভিতে প্রচার হবে ‘সবুজ কাহিনী’।

প্রায় পাঁচ বছর পর মৌকে নিয়ে আবার নাটক তৈরি করছেন সুমন আনোয়ার। এর আগে তারা একসঙ্গে কাজ করেছিলেন ‘খাতার ভেতর চারটি গোলাপ’-এ।

বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৫
এসও/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।