‘যখন আমি প্রস্তাবটি পাই, ফিরিয়ে দিতে পারিনি। কারণ ছবিটির ব্যানার, পরিচালক।
ছবিটি যৌথভাবে প্রযোজনা করছে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এসকে মুভিজ। পরিচালনায়ও রয়েছেন দু’জন- সৈকত নাসির ও সুজিত মন্ডল। রিয়া জানাচ্ছেন, এ ছবিতে তার যে চরিত্র, সে খুবই অভিজাত এবং রাজনৈতিক পরিবারের সন্তান। মেয়েটি আত্মবিশ্বাসী, ফ্যাশন সচেতন এবং প্রেমময়ী। ’
গত ২০ নভেম্বর কলকাতায় ‘হিরো ৪২০’ এর দৃশ্যধারণে অংশ নিয়েছেন রিয়া। এর আগের দিন হয়েছে তার ফটোসেশন। পরিচালক সৈকত নাসির জানাচ্ছেন, আগামীকাল (২৩ নভেম্বর) আবারও ক্যামেরার সামনে দাঁড়াবেন রিয়া।
বাংলাদেশি ছবিতে এর আগে রিয়াকে দেখা গেছে ১৪ বছর আগে, ২০০১ সালে। ওই বছর মুক্তি পেয়েছিলো ‘মনে পড়ে তোমাকে’। এতে তিনি অভিনয় করেছিলেন রিয়াজের সঙ্গে। অবশ্য গত বছর ইফতেখার চৌধুরীর ‘সাড়ে তিন মণ’-এ মোশাররফ করিমের সঙ্গে তার অভিনয়ের খবর শোনা গিয়েছিলো। কিন্তু সেটা নিছক ‘খবর’ই রয়ে গেছে, পরবর্তীতে আর কোনো আপডেট মেলেনি।
‘আশিকি’র পর ‘হিরো ৪২০’-এর মাধ্যমে আবার যৌথ প্রযোজনার ছবিতে অভিনয় করছেন নুসরাত ফারিয়া। গতকাল থেকে ওমকে সঙ্গে নিয়ে দৃশ্যধারণ শুরু করেছেন তিনি।
বাংলাদেশ সময়: ১২৩১ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৫
কেবিএন/জেএইচ