ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশ (এফএফএসবি) চলচ্চিত্র সংসদ আন্দোলনকে বেগবান করতে দীর্ঘদিন ধরে কাজ করছে। দেশে চলচ্চিত্র শিক্ষার প্রসারে চলচ্চিত্র সংসদগুলো দীর্ঘদিন ধরে নিরলস শ্রম দিচ্ছে।
আয়োজকরা জানান, শনিবার (৫ ডিসেম্বর) শিল্পকলা একাডেমির সহযোগিতায় জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে বিকেল সাড়ে ৫টায় অনুষ্ঠিত হবে জাতীয় পর্যায়ের প্রতিনিধিত্বশীল এই সেমিনার। এর বিষয় ‘বাংলাদেশে চলচ্চিত্র শিক্ষার প্রসারে চলচ্চিত্র সংসদের ভূমিকা ও করণীয়’।
সেমিনারে বিশেষ অতিথি থাকবেন চলচ্চিত্রকার সৈয়দ হাসান ইমাম, সৈয়দ সালাহউদ্দিন জাকী ও মোরশেদুল ইসলাম। আলোচনায় অংশ নেবেন ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশের অন্তর্ভুক্ত দেশের ২৫টি চলচ্চিত্র সংসদ ও সংসদের নির্বাচিত প্রতিনিধিরা। মূল বিষয়ের ভাবনা উপস্থাপনা করবেন ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশের সাধারণ সম্পাদক বেলায়াত হোসেন মামুন। সভাপতিত্ব করবেন সংগঠনটির সভাপতি লাইলুন নাহার স্বেমি।
বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৫
এসও/জেএইচ