ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

মার্চে মুক্ত হচ্ছেন সঞ্জয় দত্ত

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২১ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৫
মার্চে মুক্ত হচ্ছেন সঞ্জয় দত্ত সঞ্জয় দত্ত

কারাবাসে থাকা বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত আগামী বছরের ৭ মার্চ মুক্তি পাচ্ছেন। মঙ্গলবার (৮ ডিসেম্বর) পুনের ইয়েরওয়াড়া কারাগার কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।



কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিলো, বন্দিদশা অবস্থায় ভালো আচরণ দেখানোর পুরস্কারস্বরূপ আগাম মুক্ত হচ্ছেন সঞ্জয়। কারা কর্তৃপক্ষ সব খতিয়ে দেখে তার মুক্তির ব্যাপারটি নিশ্চিত করেছে।

১৯৯৩ সালে মুম্বাই বোমা বিস্ফোরণের জড়িতদের কাছ থেকে বেআইনি অস্ত্র কেনার দায়ে সাজা ভোগ করছেন সঞ্জয় দত্ত। ২০১৩ সালের মার্চে তাকে পাঁচ বছরের সাজা দেন ভারতের সুপ্রিম কোর্ট। তার আগেই ১৯৯৬ সালে গ্রেফতার হওয়ার পর দেড় বছর জেল খেটেছিলেন তিনি। ফলে বাকি সাড়ে তিন বছরের কারাবাস শুরু হয় ২০১৩ সালের মে মাসে। গত সেপ্টেম্বরে কন্যার নাকে অস্ত্রোপচারের কারণে প্যারোলে ছাড়া পেয়েছিলেন ৫৪ বছর বয়সী এই অভিনেতা।

বাংলাদেশ সময়: ১৫১৯ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৫
জেএইচ

* সঞ্জয় দত্তের সাজা কমছে ছয় মাস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।