প্রিয়াঙ্কা চোপড়া ঘুমান কখন? প্রশ্নটার জন্ম দিয়েছেন তিনি নিজেই। ২৪ ঘণ্টার মধ্যে ১৬ ঘণ্টাই নাকি কাজ করে কাটে তার! জনপ্রিয়তা ও রোজগারের জন্য এর বিকল্পও নেই বলে মনে করেন ৩৪ বছর বয়সী এই অভিনেত্রী।
প্রিয়াঙ্কার নাম এখন শুধু ভারতের ঘরে ঘরে নয়, ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক অঙ্গনেও। এর কৃতিত্ব আমেরিকান টিভি সিরিজ ‘কুয়ান্টিকো’র। ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এই অভিনেত্রী বলেছেন, ‘সাফল্যের নির্দিষ্ট কোনো গন্তব্য নেই। এটা চলতেই থাকে। ধারাবাহিকভাবে সাফল্য এলেই কেবল নিজেকে সফল মনে করা যায়। ’
টাকা-পয়সার গুরুত্ব প্রসঙ্গে কথা বলতে গিয়েই ১৬ ঘণ্টা কাজ করার কথা জানান প্রিয়াঙ্কা। তিনি বলেন, ‘কঠোর পরিশ্রম করে টাকা আয় করি আমি। রাতে ঘুমাই না আমি, রোজ ১৬ ঘণ্টা কাজ করি। আমার জীবনে সাপ্তাহিক ছুটি, জন্মদিন কিংবা দিওয়ালি বলে কিছু নেই। ’
‘কুয়ান্টিকো’ সিরিজের মাধ্যমে পশ্চিমা বিশ্বে খ্যাতি পেয়েছেন প্রিয়াঙ্কা। পরবর্তী লক্ষ্য কি হলিউড? এর উত্তরে তার ভাষ্য, ‘আমেরিকায় পাঁচ বছর ধরে আমার একজন প্রতিনিধি কাজ করছেন। কিন্তু আমি নিজের মতো করেই কাজ করি। আমি হিন্দি ছবির তারকা। যেখানেই কাজ করি না কেনো, সেটা উপভোগ করতে পারলেই কেবল করবো। ’
প্রিয়াঙ্কা এখন ব্যস্ত সঞ্জয়লীলা বানসালি পরিচালিত ‘বাজিরাও মাস্তানি’র প্রচারণা নিয়ে। এতে তার সহশিল্পী দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। ছবিটি মুক্তি পাবে আগামী ১৮ ডিসেম্বর।
বাংলাদেশ সময়: ২০৩৭ ঘন্টা, ডিসেম্বর ০৮, ২০১৫
বিএসকে/জেএইচ