‘শহীদ স্মরণে আপন মরণে, রক্ত ঋণ শোধ কর, শোধ কর’ স্লোগান নিয়ে শুরু হচ্ছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর সাংস্কৃতিক সম্মেলন। আগামী ১৭ ডিসেম্বর বিকেল ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে তিন দিনের সম্মেলন উদ্বোধন করবেন বৃহত্তর চট্টগ্রামের প্রখ্যাত লোকশিল্পী আমান উল্লাহ গায়েন।
আয়োজকরা জানান, উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি কামাল লোহানীর সভাপতিত্বে উদ্বোধনী পর্ব শেষে থাকবে শোভাযাত্রা। এরপর সন্ধ্যায় শুরু হবে উদীচীর বিভিন্ন জেলা ও শাখা সংসদ থেকে আগত শিল্পীদের সাংস্কৃতিক পরিবেশনা।
উদীচীর জাতীয় সাংস্কৃতিক সম্মেলনের দ্বিতীয় দিন (১৮ ডিসেম্বর) সকাল ১০টায় থাকবে ‘সাম্রাজ্যবাদ ও সাম্প্রদায়িকতা বিরোধী দক্ষিণ এশীয় সাংস্কৃতিক সংগ্রাম’ বিষয়ক সেমিনার। সন্ধ্যায় থাকবে সাংস্কৃতিক পরিবেশনা। সম্মেলনের শেষ দিন (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় থাকছে নাচ, গান,আবৃত্তি, নাটক, নৃত্যনাট্য প্রভৃতি।
বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৫
এসও/জেএইচ