ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

আজ থেকে তিশমার নতুন একক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২২ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৫
আজ থেকে তিশমার নতুন একক তিশমা

আজ বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) প্রকাশ হচ্ছে তিশমার ১২তম একক অ্যালবাম। এর নাম ‘মেসমেরাইজড’।

অ্যালবামের সবগুলো গানের সুর ও সংগীত করেছেন তিশমা নিজেই। এতে থাকছে বাংলা ও ইংরেজি ভাষার ১২টি গান।

তিশমা জানান, গত তিনটি অ্যালবামের ধারাবাহিকতায় এই অ্যালবামেও সুর-সংগীতায়োজনের পাশাপাশি কিছু গান লিখেছেন তিনি। নতুন বছরে আসবে ‘রকস্টার’ নামের নতুন একক ও ডকুমেন্টারি অ্যালবাম ‘রক প্রিন্সেস এক্সপোজড’। তার আগে ভক্তদের আগ্রহের কথা চিন্তা করে বছরের শেষদিন ‘মেসমেরাইজড’ প্রকাশ করছেন তিনি।

তিশমার পাশাপাশি নতুন এককে গীতিকার হিসেবে আছেন কবির বকুল, অনুরূপ আইচ, রবিউল ইসলাম জীবন, ফয়সাল রাব্বিকিন প্রমুখ। এর মধ্যে জনি হকের লেখা ‘প্রেম তুমি আছো বলে’ গানটির ভিডিও প্রকাশ করা হবে নতুন বছরের প্রথম সপ্তাহে। অন্য গানের ভিডিওগুলো আসবে ধারাবাহিক বিরতিতে।

‘মেসমেরাইজড’ প্রকাশ পাচ্ছে তিশমার ব্যক্তিগত ওয়েবসাইট www.tishmaonline.com –এ। পাশাপাশি ইউটিউবেও পাওয়া যাবে কিছু গান।  

তিশমার প্রকাশিত অ্যালবামগুলো হলো- ‘তারা’, ‘চাঁদ’, ‘সূর্য’, ‘বাউলা প্রেম’, ‘শ্যাম রাখি না কুল রাখি’, ‘মাটির পুতুল’, ‘ছলনার দাবা’, ‘এক্স ফ্যাক্টর’, ‘এক্সপেরিমেন্ট’, ‘এক্সপেরিমেন্ট রিলোডেড’ ও ‘হিপনোটাইজড’।

বাংলাদেশ সময়: ১২২২ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৫
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।