ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

আবার গানের মডেল সুজানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৭ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৫
আবার গানের মডেল সুজানা সুজানা জাফর/ছবি : নূর/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আবার গানের মডেল হয়েছেন সুজানা জাফর। ন্যান্সির গাওয়া ‘আমি ছুঁয়ে দিলেই’ গানটির সঙ্গে লিপসিং করেছেন সুজানা।

পুরো গানটির ভিডিওতে দেখা গেছে তাকে। শেষদৃশ্যে হাজির হয়েছেন এবিএম সুমন।

সুজানা কিছুদিন আগে ‘ঘুম হয়ে’ নামে একটি গানের মডেল হন। সোয়েব ও এলিটার গাওয়া সেই গানের ভিডিওচিত্র বেশ প্রশংসা পায়।

এদিকে ‘আমি ছুঁয়ে দিলেই’ গানটির সুরকার ও সংগীত পরিচালক নকীব খান বলেন ‘গানটির কথা অনেক সুন্দর। এ গানের একটা বিশেষ দিক হচ্ছে রোমেল আলীর মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মিউজিশিয়ান  পিয়ানো বাজিয়েছেন। আর এটার ভিডিওটা খুব ভালো লেগেছে। গানটি লিখেছেন আসিফ ইকবাল। ভিডিওটি তৈরি করেছেন নিয়াজ আহমেদ অংশু।

সুজানা জাফর বলেন, ‘কিছু কাজ করে প্রশান্তি মেলে। এই গানটি তেমনই। ’ ইউটিউব এবং গানচিল এর নিজস্ব ওয়েব পোর্টালে উপভোগ করা যাচ্ছে ‘আমি ছুঁয়ে দিলেই’।

** ‘আমি ছুঁয়ে দিলেই’ গানের ভিডিও:

বাংলাদেশ সময়: ১৮০৬ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৫
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।