ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডে সেরা ডিক্যাপ্রিও

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৭ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৬
ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডে সেরা ডিক্যাপ্রিও লিওনার্ডো ডিক্যাপ্রিও

অস্কারজয়ের পথে আরেক ধাপ এগিয়ে গেলেন হলিউড হার্টথ্রব লিওনার্ডো ডিক্যাপ্রিও। ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডসে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন তিনি।

‘দ্য রেভেন্যান্ট’ ছবিতে হিংস্র ভাল্লুকের আঘাতে জর্জরিত সীমান্তবাসী হিউ গ্লাস চরিত্রে অনবদ্য অভিনয়ের জন্য এই সম্মান পেলেন তিনি। এর আগে অস্কার মনোনয়ন ও গোল্ডেন গ্লোব জিতেছেন ৪১ বছর বয়সী এই তারকা।  

হলিউডে প্রতি বছর চলচ্চিত্র সমালোচকদের দৃষ্টিতে দেওয়া হয় ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডস। এবার অনুষ্ঠিত হলো এর ২১তম আসর। পাঁচ বছর বয়সী পুত্রসন্তানসহ বন্দি মায়ের ভূমিকায় দুর্দান্ত অভিনয়ের স্বীকৃতিস্বরূপ সেরা অভিনেত্রী হয়েছেন ‘রুম’ ছবির ব্রি লারসন। তারও অস্কারজয়ের সম্ভাবনা প্রবল হলো। এর আগে তিনিও গোল্ডেন গ্লোব জিতেছেন।

তবে ডিক্যাপ্রিও আর ব্রি কেউই অনুষ্ঠানে ছিলেন না। আলেহান্ড্রো গঞ্জালেজ ইনারিতু পরিচালিত ‘দ্য রেভেন্যান্ট’-এর জন্য বিভিন্ন দেশের সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন ডিক্যাপ্রিও। অন্যদিকে ‘কং: স্কাল আইল্যান্ড’ ছবির কাজে ব্যস্ত আছেন ব্রি।

সমালোচকরা অবশ্য টম ম্যাককার্থি পরিচালিত ‘স্পটলাইট’কে সেরা চলচ্চিত্র নির্বাচন করে চমকে দিয়েছেন। এর গল্প দ্য বোস্টন গ্লোব পত্রিকার স্পটলাইট টিমকে ঘিরে। যুক্তরাষ্ট্রে কোনো পত্রিকার চালানো পুরনো অনুসন্ধানী ইউনিট বলা হয় একে। বোস্টনে ব্যাপক শিশু যৌন নির্যাতন নিয়ে অনুসন্ধান চালায় তারা। সত্যিকারের স্পটলাইট টিমের ধারাবাহিক গল্প অবলম্বনে তৈরি হয়েছে ছবিটি।

‘স্পটলাইট’ পেয়েছে সম্মিলিত অভিনয়শিল্পীর পুরস্কারও। এটি গ্রহণ করতে মঞ্চে আসেন র‌্যাচেল ম্যাকঅ্যাডামস, লিভ শ্রেইবার, মার্ক রাফালো, জন স্ল্যাটারি, মাইকেল কিটন, ব্রায়ান ডি’আর্চি ও বিলি ক্রুডুপ।

টেলিভিশন বিভাগে ‘মিস্টার রোবট’ সেরা ড্রামা সিরিজ আর সবাইকে চমকে আজিজ আনসারির ‘মাস্টার অব নান’ হয়েছে সেরা কমেডি সিরিজ। ছোট পর্দার কমেডি সিরিজে সেরা অভিনেত্রী র‌্যাচেল ব্লুম (ক্রেজি এক্স-গার্লফ্রেন্ড) আর সেরা অভিনেতা হয়েছেন জেফ্রি ট্যাম্বর (ট্রান্সপারেন্ট)। ড্রামা সিরিজে সেরা অভিনেত্রী ক্যারি কুন (দ্য লেফটওভারস) ও র‌্যামি মালেক (রোবট) হয়েছেন সেরা অভিনেতা। ‘ট্রেনরেক’ হয়েছে সেরা কমেডি ছবি। এর জন্য অ্যামি শুমার পেয়েছেন এমভিপি অ্যাওয়ার্ড।

বাংলাদেশ সময় : ১৫৪৯ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।