ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

কেমন যাবে নায়করাজের ৭৫তম জন্মদিন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৭ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৬
কেমন যাবে নায়করাজের ৭৫তম জন্মদিন রাজ্জাক / ছবি: নূর / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চার যুগেরও বেশি সময় ধরে চলচ্চিত্রের সঙ্গে যুক্ত নায়করাজ রাজ্জাক। তার অভিনয়ে মুগ্ধ শিশু থেকে বৃদ্ধ।

সন্তানদের মধ্যে দু’জন তার পদাঙ্ক অনুসরণ করে এসেছেন অভিনয় ও নির্মাণে। বাবার সুনাম অক্ষুণ্ন রেখেছেন বাপ্পারাজ ও সম্রাট। নায়করাজের ৭৫তম জন্মদিন আগামী ২৩ জানুয়ারি। কেমন যাবে তার বিশেষ এই দিনটি?

রাজ্জাকের ছোট ছেলে অভিনেতা সম্রাট জানান, তরুণ বয়সে, জনপ্রিয়তার শীর্ষে থাকার সময় বিরাট আয়োজনের মধ্য দিয়ে জন্মদিন পালন করতে হতো তাকে। তখন এফডিসিতেও পালন করা হতো তার জন্মদিন। বারণ করেও পারতেন না। তবে কিছুকাল আগে থেকেই রাজ্জাক জাঁকজমকপূর্ণ জন্মদিন অনুষ্ঠান পছন্দ করছেন না। তাই এবার পারিবারিকভাবে তেমন কোনো আয়োজন রাখা হচ্ছে না। সম্রাট আরও জানান, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পূর্ণ বিশ্রামে আছেন রাজ্জাক। এ অবস্থায় তার চাওয়াকে প্রাধান্য দিতেই জন্মদিনে কোনো আয়োজন রাখছেন না তারা।

এদিকে চ্যানেল আই রাজ্জাকের জন্মদিনকে ঘিরে তিন দিনের বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে। এতে সন্তোষ প্রকাশ করেছেন নায়করাজের পরিবার। আগামী ২১ জানুয়ারি বিকেল সাড়ে তিনটায় থাকছে রাজ্জাক অভিনীত চলচ্চিত্র ‘বড় ভালো লোক ছিল’। এর পরিচালক মোহাম্মদ মহিউদ্দীন।

পরদিন বিকেল সাড়ে পাঁচটায় থাকছে রাজ্জাক অভিনীত সবশেষ নাটক ‘দায়ভার’। এটি পরিচালনা করেছেন সম্রাট। এরপর সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে রাজ্জাক অভিনীত বিভিন্ন চলচ্চিত্রের গানের তালে নাচবেন ‘ম্যাঙ্গোলি-চ্যানেল আই সেরা নাচিয়ে’র প্রতিযোগীরা, পরিচালনায় ইজাজ খান স্বপন। রাত সাড়ে ১১টায় থাকবে অনন্যা রুমার প্রযোজনায় ‘চ্যানেল আইয়ের সঙ্গে নায়করাজ’।

২৩ জানুয়ারি সকাল সাড়ে ৭টায় ‘গানে গানে সকাল শুরু’ অনুষ্ঠানে রাজ্জাক অভিনীত চলচ্চিত্রের গান করবেন দুই কিংবদন্তি শিল্পী মোহাম্মদ আবদুল জব্বার ও খুরশীদ আলম। বেলা ১১টা ৫ মিনিটে প্রচার হবে ‘নায়করাজের চার যুগ’, উপস্থাপনায় চিত্রনায়িকা মৌসুমী। পরিচালনায় আবদুর রহমান। দুপুর ১২টা ৫ মিনিটে ‘এবং সিনেমার গান’ অনুষ্ঠানে থাকবে রাজ্জাক অভিনীত চলচ্চিত্রের গান। দুপুর সাড়ে ১২টায় ‘তারকাকথন’ অনুষ্ঠানে অতিথি থাকবেন রাজ্জাক। বেলা আড়াইটায় দেখানো হবে তার অভিনীত ছবি ‘অশিক্ষিত’। ছবিটি পরিচালনা করেছেন আজিজুর রহমান।

বাংলাদেশ সময় : ১৭১২ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৬
এসও/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।