ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

ফেব্রুয়ারিতে ‘কৃষ্ণপক্ষ’, মার্চে ‘মুসাফির’

স্টাফ করেসপেন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৬ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৬
ফেব্রুয়ারিতে ‘কৃষ্ণপক্ষ’, মার্চে ‘মুসাফির’ (বাঁ থেকে) ‘কৃষ্ণপক্ষ’র দৃশ্যে রিয়াজ ও মাহি, ‘মুসাফির’র দৃশ্যে মারজান জেনিফা ও আরিফিন শুভ

একইদিনে সেন্সর ছাড়পত্র পেলো দুটি ছবি। এগুলো হলো প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে মেহের আফরোজ শাওন পরিচালিত ‘কৃষ্ণপক্ষ’ ও আশিকুর রহমান পরিচালিত ‘মুসাফির’।

২৭ জানুয়ারি বিনা কর্তনে সেন্সরবোর্ডের চৌকাঠ পেরিয়েছে আলোচিত দুটি ছবি। ছবির সংশ্লিষ্টরা জানিয়েছেন, আগামী ২৭ ফেব্রুয়ারি মুক্তি পাবে ‘কৃষ্ণপক্ষ’। অন্যদিকে ‘মুসাফির’ মার্চে মুক্তি দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে, তবে দিন চূড়ান্ত হয়নি।

প্রতীক্ষিত  ‘কৃষ্ণপক্ষ’ নিয়ে দর্শকদেরও আগ্রহের শেষ ছিলো না। গত বছরের ৩০ ডিসেম্বর ছাড়পত্রের জন্য সেন্সর বোর্ডে জমা দেওয়া হয় এটি। ছবির সংশ্লিষ্টদের ইচ্ছে ছিলো গত বছরের ১৩ নভেম্বর হুমায়ূন আহমেদের জন্মদিনে এটি মুক্তি দেবেন। কিন্তু শুটিং চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে যেতে হয় ছবির নায়ক রিয়াজকে। ফলে পিছিয়ে পড়ে কাজ। ‘কৃষ্ণপক্ষ’ ছবিটি প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম। প্রতিষ্ঠানটি জানায়, ‘কৃষ্ণপক্ষ’ সরাসরি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হবে।

রিয়াজের বিপরীতে এ ছবিতে অভিনয় করেছেন মাহিয়া মাহি। আরও আছেন ফেরদৌস, তানিয়া আহমেদ, মৌটুসী বিশ্বাস, আজাদ আবুল কালাম, কায়েস আহমেদ, ফারুক আহমেদ প্রমুখ।

অন্যদিকে অারিফিন শুভ ও নবাগতা মারজান জেনিফা অভিনীত ‘মুসাফির’ গত সপ্তাহে সেন্সর ছাড়পত্র পেলেও পরিচালকের কাছে চিঠি এসেছে বুধবার। আশিকুর রহমান জানান, আগামী মার্চেই মুক্তি দেওয়া হবে এটি। অচিরেই তারিখ ঘোষণা করা হবে।  

গত বছরের মার্চ মাসে শুরু হয় ‘মুসাফির’ ছবির শুটিং। ঢাকা, চট্রগ্রাম ও সিলেটের বিভিন্ন স্থানে এর দৃশ্যায়ন হয়েছে।

‘মুসাফির’ প্রযোজনা করছেন পারসেপচুয়াল পিকচার্স ও ইনট্র্যাক ফিল্মস। এর কাহিনী, সংলাপ চিত্রনাট্য করেছেন পরিচালক নিজেই। সংগীত পরিচালনা করেছেন বেলাল খান, প্রীতম হাসান, নাভেদ পারভেজ ও আশিকুজ্জামান অপু।

আশিকুর রহমানের এর আগে দুটি ছবি মুক্তি পায়। সেগুলো হলো ‘কিস্তিমাত’ ও ‘গ্যাংস্টার রিটার্নস’। এরই মধ্যে তিনি নতুন ছবির ঘোষণা দিয়েছেন। শাকিব খান ও শিবা জুটিকে নিয়ে তিনি তৈরি করছেন ‘অপারেশন অগ্নিপথ’।

বাংলাদেশ সময়: ১৮০৭ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৬
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।