ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

চার শিল্পীর অন্যরকম অভিজ্ঞতা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩১ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৬
চার শিল্পীর অন্যরকম অভিজ্ঞতা

এলিটা করিম, সোনিয়া হোসেন, আশফাক নিপুণ ও বুলবুল টুম্পা- গান, অভিনয়, নির্মাণ ও ফ্যাশন দুনিয়ার পরিচিত মুখ তারা। নিজেদের কাজ দিয়ে তারা পেয়েছেন খ্যাতি।

সম্প্রতি থাইল্যান্ডের ব্যাংককে এই চার শিল্পীর অন্যরকম অভিজ্ঞতা হলো।

মোবাইল ফোনের বিখ্যাত ব্র্যান্ড হুয়াওয়ের দুটি নতুন পণ্যের মোড়ক খুললেন এলিটা, সোনিয়া, আশফাক ও টুম্পা। আরও ছিলেন সম্প্রীতি রিদওয়ানা রহমান। জানা যায়, দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জন্য মেইট এইট ও জি আর ফাইভ মডেলের দুটি ফ্ল্যাগশিপ স্মার্টফোন উন্মোচন করলো হুয়াওয়ে কনজিউমার বিজনেস গ্রুপ।

গত ২৮ জানুয়ারি বাংলাদেশের তারকাদের পাশাপাশি জাঁকজমকপূর্ণ ওই অনু্ষ্ঠানে উপস্থিত ছিলেন হুয়াওয়ে পণ্য দূত মিয়ানমারের জনপ্রিয় অভিনেতা উত মোনে শো ই, থাইল্যান্ডের অভিনেতা টেরাডেচ অ্যালেক ম্যাটাওয়ারাউত ও অ্যানান্ডা এভারিংহামের এবং ১১টি মার্কেটের ৫০০ জনেরও বেশি অতিথি।

বাংলাদেশ সময়: ১৩৩২ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৬
এসও/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।