ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

‘ত্রিংশ শতাব্দী’ ও ‘চিত্রাঙ্গদা’ নিয়ে ভারতে স্বপ্নদল

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৬
‘ত্রিংশ শতাব্দী’ ও ‘চিত্রাঙ্গদা’ নিয়ে ভারতে স্বপ্নদল

ঢাকা: প্রশংসিত দুই প্রযোজনা ‘ত্রিংশ শতাব্দী’ ও ‘চিত্রাঙ্গদা’ মঞ্চায়নের জন্য ২৫ সদস্যের দল নিয়ে ২৬ ফেব্রুয়ারি শুক্রবার ভারত যাচ্ছে নাট্যসংগঠন স্বপ্নদল। ‘রবীন্দ্রনগর নাট্যয়ুধ’ আয়োজিত ‘শম্ভু মিত্র ও বিজন ভট্টাচার্য স্মৃতি আন্তর্জাতিক নাট্যোৎসব-২০১৬’-এ দমদমে ২৭ ফেব্রুয়ারি শনিবার ‘ত্রিংশ শতাব্দী’, কল্যাণীতে ‘কল্যাণী নাট্যচর্চা কেন্দ্র’-র আমন্ত্রণে ২৮ ফেব্রুয়ারি রবিবার ‘ত্রিংশ শতাব্দী’ এবং গোবরডাঙ্গায় ‘গোবরডাঙ্গা নকশা’-র আমন্ত্রণে ২ মার্চ বুধবার ‘চিত্রাঙ্গদা’-র মঞ্চায়ন অনুষ্ঠিত হবে।

বাদল সরকারের মূলরচনা অবলম্বনে ‘ত্রিংশ শতাব্দী’ এবং রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যনাট্য ‘চিত্রাঙ্গদা’ দু’টি প্রযোজনারই গবেষণাগার নাট্যরীতিতে নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন।

প্রসঙ্গত, ভারতের রাজস্থানের আন্তর্জাতিক নাট্যোৎসব ‘রঙ রাজস্থান-২০১৬’-এ ‘ত্রিংশ শতাব্দী’ ও ‘চিত্রাঙ্গদা’ প্রযোজনা মঞ্চায়নের জন্য আমন্ত্রিত হয়েছিলো স্বপ্নদল এবং সেজন্য সকল প্রস্তুতিও চূড়ান্ত করে দলটি। কিন্তু জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক ঘটনা এবং এর প্রভাবে দেশবাপী আন্দোলনের প্রেক্ষাপটে উল্লিখিত আন্তর্জাতিক উৎসবাটি স্থগিত করে ভারত সরকার। সে সময়েই ‘রবীন্দ্রনগর নাট্যয়ুধ’, ‘কল্যাণী নাট্যচর্চা কেন্দ্র’ এবং ‘গোবরডাঙ্গা নকশা’ -র আমন্ত্রণ পায় স্বপ্নদল।

‘ত্রিংশ শতাব্দী’-তে প্রকাশিত হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে জাপানের হিরোশিমা-নাগাসাকির আণবিক বোমা বিস্ফোরণ তথা পরবর্তী নানা যুদ্ধ-অনাচার-গণহত্যার বিষাদময় পরিণতি। এ ক্ষেত্রে মানুষের বর্তমান কর্তব্য অনুধাবন এবং সিদ্ধান্ত গ্রহণের মুখোমুখি স্থাপনই প্রযোজনাটির প্রত্যাশা। অন্যদিকে, রবীন্দ্রনাথ কৃত মহাভারতের চিত্রাঙ্গদা-উপাখ্যান অবলম্বনে কিছু রূপান্তরসহ রচিত ‘চিত্রাঙ্গদা’ যেন পৌরাণিক কাহিনির আড়ালে এ কালেরই নর-নারীর মনোদৈহিক সম্পর্কের টানাপোড়েন এবং পাশাপাশি পারস্পরিক সম্মানাবস্থানের প্রেরণারূপে উপস্থাপিত হয়! ‘ত্রিংশ শতাব্দী’ এবং ‘চিত্রাঙ্গদা’ প্রযোজনা দু’টি নির্মাণে প্রয়োগ করা হয়েছে হাজার বছরের নাট্য-ঐতিহ্যের ধারায় আধুনিক ‘বাঙলা নাট্যরীতি’।

প্রসঙ্গত, স্বপ্নদল সম্প্রতি লন্ডনে ইউরোপের মর্যাদাপূর্ণ নাট্যোৎসব ‘১৩তম এ সিজন অব বাংলা ড্রামা-২০১৫’ এবং নয়াদিল্লির ন্যাশনাল স্কুল অব ড্রামা (এনএসডি)-এ অনুষ্ঠিত এশিয়ার বৃহত্তম ও ভারতের রাষ্ট্রীয় নাট্যোৎসব ‘১৭তম ভারত রঙ মহোৎসব-২০১৫’-এ ‘ত্রিংশ শতাব্দী’-র অনবদ্য প্রদর্শনীর মাধ্যমে স্মরণীয় সাফল্য অর্জন করে। আর সার্ধশত রবীন্দ্রবর্ষে ২০১১-এ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে পৃষ্ঠপোষকতায় নির্মিত ‘চিত্রাঙ্গদা’ প্রযোজনাটি নিয়ে এবারই প্রথম দেশের বাইরে যাচ্ছে দলটি।

বাংলাদেশ সময়: ১৮২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৬
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।