ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

জাতীয় পুরস্কার জিতে জেমসের ইতিহাস

জনি হক, স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৬
জাতীয় পুরস্কার জিতে জেমসের ইতিহাস জেমস/ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চারদিকে চলছে ‘গুরু গুরু’ ধ্বনি! নগরবাউল জেমসকে ঘিরে এই উন্মাদনা নতুন কিছু নয়। তিনি গলা ছেড়ে গাইলেই মাতোয়ারা হয়ে যায় চারদিক! তবে এবারের উপলক্ষ্য অন্যরকম।

প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছেন বিখ্যাত এই রকতারকা।

‘দেশা দ্য লিডার’ ছবিতে দারুণ গান গাওয়ার জন্য ২০১৪ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন জেমস। এর মধ্য দিয়ে তিনি রচনা করলেন নতুন ইতিহাস। তার আগে দেশের আর কোনো ব্যান্ডসংগীত শিল্পী জাতীয় পুরস্কারে সেরা গায়ক হতে পারেননি।

দেশীয় চলচ্চিত্র শিল্পে গৌরবোজ্জ্বল ও অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ ২৬টি বিভাগে জেমসসহ ২৯ জন বিশিষ্ট শিল্পী ও কলাকুশলীকে জাতীয় পুরস্কারে ভূষিত করেছে সরকার। বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) এক প্রজ্ঞাপনের মাধ্যমে তথ্য মন্ত্রণালয় থেকে এ ঘোষণা দেওয়া হয়।

নগরবাউলের মন ভরানো গায়কী মন কেড়েছে জুরি বোর্ডের বিচারকদের। অবশ্য ‘দেশা দ্য লিডার’ ছবিটি মুক্তি পাওয়ার পর থেকেই আশা করা হচ্ছিলো, তিনি জাতীয় পুরস্কার জিতে যেতে পারেন। সেটাই সত্যি হলো।

নগরবাউলের মুখপাত্র রুবাইয়াত ঠাকুর রবিন বাংলানিউজকে জানান, জাতীয় পুরস্কার পেয়ে জেমস আনন্দিত। বাংলানিউজকে তিনি বলেন, ‘জাতীয় পুরস্কার পাওয়ার খবর জেনে খুব ভালো লাগছে। রাষ্ট্রের কাছ থেকে গান গাওয়ার জন্য এমন স্বীকৃতি আমাকে আনন্দিত করেছে। '

আগামী ৩ এপ্রিল চলচ্চিত্র দিবসে জেমস ও অন্যান্য বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

* আসছে দেশা আসছে’ গানের ভিডিও : 


বাংলাদেশ সময় : ২১৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।