ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

মুক্তির চাকা সচল, নাম সর্বস্ব ছবিই বেশি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৩ ঘণ্টা, মার্চ ৩, ২০১৬
মুক্তির চাকা সচল, নাম সর্বস্ব ছবিই বেশি

প্রতি সপ্তাহের শুক্রবার দুই বা ততোধিক চলচ্চিত্র মুক্তি পায়, এটা দীর্ঘদিনের রেওয়াজ। রমজানের একটি মাস বাদ দিলে ১১ মাসে গড়ে একশো ছবির আলোর মুখ দেখার কথা।

এই হিসেবে কয়েক মাস ধরে সচল হয়েছে ছবি মুক্তির চাকা। প্রতি সপ্তাহে প্রেক্ষাগৃহে নতুন ছবি দেখতে পাচ্ছেন দর্শকরা। তবে এর মধ্যে নামসর্বস্ব ছবির সংখ্যাই বেশি।

দেশের রাজনৈতিক পরিস্থিতি খারাপ হলে ছবি মুক্তির স্বাভাবিক চিত্র পাল্টে যায়। দু’ তিনটি নয়, সপ্তাহে একটি ছবিও মুক্তি দিতে চান না প্রযোজক বা পরিচালক। ২০১৪ সালে এমন কঠিন সময় পার করেছেন চলচ্চিত্রের মানুষেরা। এখন নিয়মিত নতুন ছবি মুক্তি পাচ্ছে ঢাকা ও ঢাকার বাইরের প্রেক্ষাগৃহগুলোতে। কয়েক মাসে ছবি মুক্তির স্বাভাবিক প্রক্রিয়ায় সন্তোষ প্রকাশ করেছেন চলচ্চিত্রশিল্পী, কলাকুশলী ও হল মালিকেরা।

তবে তারা বলছেন, ব্যবসায়িকভাবে ব্যর্থ আর নাম সর্বস্ব ছবি মুক্তি দিয়ে চলচ্চিত্রের সুদিন ফেরানো সম্ভব নয়।

ক’ মাসের ধারাবাহিতকায় মার্চ ও এপ্রিলে মুক্তি পাচ্ছে ১৮টি নতুন ছবি। এই তালিকা মোটামুটি চূড়ান্ত। এদিকে মে মাসে অন্তত আরও ৮টি ছবি মুক্তির জন্য প্রস্তুতি নিচ্ছে। জুনের প্রথম সপ্তাহ থেকে শুরু হচ্ছে পবিত্র রমজান। এই হিসেবে ঈদুল ফিতরের আগে ২৬টি নুতন ছবি দেখা যাবে রূপালি পর্দায়। এর মধ্যে তারকাবহুল ও মান-সম্পন্ন ছবি আছে ক’টি? ব্যবসাই বা করবে কোনগুলো!

প্রচারের আলোয় না আসা ‘ছিন্নমূল’ ও ‘ভ্রান্তি’ (৪ মার্চ) দিয়ে শুরু হচ্ছে স্বাধীনতার মাসের ছবি মুক্তি। ‘ছিন্নমূল’ কাজী হায়াতের ছবি হলেও প্রেক্ষাগৃহে দর্শক উপস্থিতি কেমন হবে সেটা বলা যাচ্ছে না।

এ মাসের অন্য ছবির তালিকায় আছে প্রয়াত মান্নার শেষ ছবি ‘লীলামন্থন’ (২৫ মার্চ)। ‘লীলামন্থন’-এ আরও আছেন মৌসুমী ও পপি। ছবিটি ঘিরে দর্শকের আগ্রহ তৈরি হয়েছে। একই দিনে আসছে নিরবের নতুন ছিবি ‘ভোলা তো যায় না তারে’। এ মাসে তারকাবহুল ছবি এ দুটিই। অন্য ছবিগুলো হলো ‘বুলেট বাবু’, ‘গুন্ডামি’, ‘মিয়া বিবি রাজি’ ও ‘উতলা মন’। ছবিগুলো কেমন দর্শক টানতে পারে সেটাই দেখার বিষয়।

এপ্রিলে মুক্তি পাচ্ছে ১০টি ছবি। এ মাসে তারকাবহুল ছবি থাকছে বেশি। এই তালিকায় আছেন মৌসুমী, শাকিব খান, জয়া আহসান, প্রসেনজিৎ, মাহি, আরিফিন শুভ, বাপ্পি, ও ডিপজল।
 
ছবিগুলো হলো- ‘মন জানেনা মনের ঠিকানা’ ও ‘তোমার জন্য মন কাদে’ (১ এপ্রিল), ‘পূর্ণ্যদৈর্ঘ্য প্রেমকাহিনি’ ও ‘অনেক দামে কেনা’ (৮ এপ্রিল), ‘থ্রি ইডিয়টস’ ও ‘শঙ্খচিল’ (১৫ এপ্রিল), ‘মুসাফির’ ও ‘পরবাসিনি’ (২২ এপ্রিল) এবং ‘বাজে ছেলে- দ্য লোফার’ ও ‘আইসক্রিম’ (২৯ এপ্রিল)। এতো ছবির মধ্যে কোনগুলো যে ব্যবসায়িকভাবে সফল হবে সেটা বলা যাচ্ছে না। কিছুদিনের বাস্তবতায় বলা যায় যে, শাকিব খান, বাপ্পি, মাহি, আরিফিন শুভ, সাইমন প্রমুখ শিল্পীদের বাইরে খুব ছবিই ব্যবসা করেছে। এবার পাঠক নিজেই হিসেব মিলিয়ে নিন।    

বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, মার্চ
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।