ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

মাথায় গাছ পড়ে খালিদ মাহমুদ মিঠুর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০০ ঘণ্টা, মার্চ ৭, ২০১৬
মাথায় গাছ পড়ে খালিদ মাহমুদ মিঠুর মৃত্যু খালিদ মাহমুদ মিঠু

ঢাকা: চিত্রশিল্পী ও চলচ্চিত্র পরিচালক খালিদ মাহমুদ মিঠু (৫৩) আর নেই। সোমবার (৭ মার্চ) রাজধানীর ধানমণ্ডি এলাকায় মাথায় কৃষ্ণচূড়া গাছ ভেঙে পড়ে গুরুতর আহত হলে তাকে গণস্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হলে চিকিৎসকরা দুপুর আড়াইটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।





ধানমণ্ডির থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আজম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার দুপুরে চলচ্চিত্র পরিচালক খালিদ মাহমুদ মিঠু ধানমণ্ডির চার নম্বর এলাকায় রিকশায় চড়ে যাচ্ছিলেন। এ সময় তার মাথার ওপর একটি কৃষ্ণচূড়া গাছ ভেঙে পড়ে।



খালিদ মাহমুদ মিঠু গুণী পরিচালক ছিলেন। তার পরিচালিত ‘গহীনে শব্দ’ ও ‘জোনাকীর আলো’ ছবি দুটি দর্শকমহলে প্রশংসিত হয়েছে। তার স্ত্রী কনকচাঁপা চাকমা চিত্রশিল্পী হিসেবে পরিচিত। তাদের দুই সন্তান শিরোপা পূর্ণা ও আর্য শ্রেষ্ঠ। তার পুত্র আর্য যুক্তরাজ্য থেকে ফিরে এলেই মরহুমের নামাজে জানাজা হবে।



বাংলাদেশ সময় : ১৫৩২ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৬
এজেডএস/এএটি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।