ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

পরিচালককে বিয়ে করলেন আকৃতি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪১ ঘণ্টা, মার্চ ৮, ২০১৬
পরিচালককে বিয়ে করলেন আকৃতি চিরাগ অরোরা ও আকৃতি কাক্কার

বিয়ের পিঁড়িতে বসলেন ভারতের জনপ্রিয় গায়িকা আকৃতি কাক্কার। মুম্বাইয়ের পরিচালক চিরাগ অরোরার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন তিনি।

গত ৫ মার্চ তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

চিরাগ দিল্লির মানুষ। এখন অবশ্য তিনি মুম্বাইয়ে থাকেন। বিয়েতে বরের সোনালি শেরওয়ানি সঙ্গে মিলিয়ে আকৃতি পরেছিলেন সোনালি লেহেঙ্গা ও লাল ওড়না। জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে ছিলেন গানের মানুষ শঙ্কর মহাদেবা, এহসান নূরানি, মায়াং চ্যাং ও আমাল মালিক।

আকৃতির যমজ দুই বোন আছে। তাদের নাম সুকৃতি কাক্কার ও প্রকৃতি কাক্কার। ইনস্টাগ্রামে বোনের বিয়ের ছবি শেয়ার দিয়ে প্রকৃতি ক্যাপশনে লিখেছেন ‘অভিনন্দন আমার পৃথিবী আকৃতি কাক্কার। থিতু হলে তুমি! তোমার জন্য অশেষ ভালোবাসা। চিরাগ অরোরা ও তুমি চিরদিন একসঙ্গে থাকো। ’

আকৃতির জন্ম ও বেড়ে ওঠা দিল্লিতে। ২৯ বছর বয়সী এই গায়িকার জনপ্রিয় গানের তালিকায় উল্লেখযোগ্য ‘স্যাটারডে স্যাটারডে’ (হাম্পটি শর্মা কি দুলহানিয়া), ‘ইসকি উসকি’ (টু স্টেটস), ‘মুভ ইউর বডি’ (কিসমত কানেকশন), ‘খুদায়া খায়ের’ (বিল্লু) ইত্যাদি।

বাংলা ছবিতেও গান গেয়েছেন আকৃতি। এর মধ্যে জনপ্রিয় হয়েছে ‘পাগলু’ (পাগলু), ‘মন বিবাগি’ (পাগলু), ‘প্রেম কি বুঝিনি’ (পাগলু), ‘পুলিশ চোরের প্রেমে পড়েছে’ (চ্যালেঞ্জ ২), ‘গভীর জলের ফিশ’ (খোকা ৪২০), ‘বেশ করেছি প্রেম করেছি’ (বেশ করেছি প্রেম করেছি)।

মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘ছায়া-ছবি’র ‘মন যা বলে বলুক’ শিরোনামের গানে অভিজিতের সঙ্গে কণ্ঠ দিয়েছেন আকৃতি। এর কথা লিখেছেন চিত্রনায়িকা মৌসুমী, সুর ও সংগীত পরিচালনায় আরফিন রুমি।

গত বছর বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় নির্মিত ‘ব্ল্যাক’ ছবির ‘ময়না ছলাত ছলাত’ শিরোনামের গান গেয়েছেন আকৃতি।

* ‘মন যা বলে বলুক’ গানের ভিডিও :


* ‘ময়না ছলাত ছলাত’ গানের ভিডিও :


* ‘পাগলু’ গানের ভিডিও :


* ‘বেশ করেছি প্রেম করেছি’ গানের ভিডিও :


* ‘স্যাটারডে স্যাটারডে’ গানের ভিডিও :


বাংলাদেশ সময়: ১৩৩৩ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।