ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

পৌরি সম্মাননা পাচ্ছেন জ্যোতি সিনহা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৯ ঘণ্টা, মার্চ ১১, ২০১৬
পৌরি সম্মাননা পাচ্ছেন জ্যোতি সিনহা

বাংলাদেশের মণিপুরি সাহিত্য, তথ্য-গবেষণা ও প্রকাশনা সংস্থা পৌরির সম্মাননা পাচ্ছেন মণিপুরি থিয়েটারের অভিনয়শিল্পী জ্যোতি সিনহা। পৌরির রজতজয়ন্তী অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হবে তাকে।



শনিবার (১২ মার্চ) বিকেল ৫টায় কমলগঞ্জের মণিপুরি ললিতকলা একাডেমি মিলনায়তনে স্মারক সম্মাননা প্রদানপর্বে উপস্থিত থাকবেন মৌলভীবাজার জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিশিষ্ট লেখক, শিল্পী, সংস্কৃতিকর্মীরা।

সম্মাননাপর্ব শেষে থাকবে ভারত ও বাংলাদেশের শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান। মণিপুরি থিয়েটার পরিবেশন করবে মণিপুরি নৃত্য, জ্যোতি সিনহা ও সহশিল্পীদর পরিবেশনায় পাঁচ মিনিটের কথানাট্য ‘দ্রৌপদীকথন’ এবং নাটিকা ‘কালাচিংখেই’।

আগামী ১৩ মার্চ সন্ধ্যা ৬টায় উৎসবের দ্বিতীয় দিন মণিপুরি থিয়েটারের স্টুডিও নটমণ্ডপে পৌরির আয়োজনে থাকছে সাহিত্য-সংস্কৃতি নিয়ে মুক্ত বৈঠক এবং মণিপুরি থিয়েটারের নাটক ‘লেইমা’র মঞ্চায়ন।

জ্যোতি সিনহা এর আগে ভারতের মণিপুরিদের সংগঠন এল. এল. প্রোডাকশন (লেরিক লেইশাং প্রকাশনী) থেকে ‘রত্ননন্দিনী’ খেতাবে ভূষিত হন।
বাংলাদেশে প্রাচ্যনাট ও জীবনসংকেত নাট্যগোষ্ঠীর সম্মাননা অর্জন করেন তিনি।

প্রায় ২৫টি নাটকে অভিনয় করেছেন জ্যোতি সিনহা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রী সম্পন্ন করে বর্তমানে একই বিশ্ববিদ্যালয়ে প্রত্নতত্ত্ব বিভাগ থেকে ‘রাসলীলা ও মণিপুরি নারীর অন্তর্গত লড়াই’ শিরোনামে এমফিল গবেষণা করছেন তিনি।

জ্যোতির বাবা প্রয়াত ললিতমোহন সিংহ। শৈশবেই পিতৃহীন জ্যোতির মায়ের নাম ভাগ্যবতী সিনহা। তার ছোট বোন স্বর্ণালী সিনহা (স্মৃতি) মণিপুরি থিয়েটারের একজন উল্লেখযোগ্য নাট্যশিল্পী।

বাংলাদেশ সময় : ১২০২ ঘণ্টা, মার্চ ১১, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।