ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

চলচ্চিত্র পরিচালনায় আফজাল হোসেন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৮ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৬
চলচ্চিত্র পরিচালনায় আফজাল হোসেন ‘কক্সবাজারে কাকাতুয়া’ ছবির দৃশ্যে আফজাল হোসেন

কয়েক মাস আগের কথা। আরিফ খানের পরিচালনায় ‘আমার বেলা যে যায়’ টেলিছবির দৃশ্যধারণের ফাঁকে বাংলানিউজের সঙ্গে আড্ডায় অভিনেতা-নির্মাতা মাহফুজ আহমেদ কথায় কথায় বলেছিলেন, ‘আফজাল ভাইয়ের চলচ্চিত্র পরিচালনা করা উচিত।



ঠিকই তো, অভিনয়ের পাশাপাশি বিজ্ঞাপনচিত্র, নাটক ও টেলিছবি নির্মাণ করলেও চলচ্চিত্র পরিচালনা করেননি আফজাল হোসেন। অবশেষে এ পরিচয়ও যুক্ত হলো তার নামের সঙ্গে। ‘কক্সবাজারে কাকাতুয়া’ নামের একটি ছবি পরিচালনা করেছেন তিনি।

মিডিয়া ব্যক্তিত্ব ও শিশু সাহিত্যিক ফরিদুর রেজা সাগরের জনপ্রিয় ধারাবাহিক রহস্য রোমাঞ্চ কিশোর উপন্যাস ‘ছোটকাকু’র প্রথম গল্প অবলম্বনে তৈরি হয়েছে ছবিটি। ধারাবাহিক সিরিজ, বই, ধারাবাহিক নাটক এবং কমিকস বুকের পর এবার বড় পর্দায় আসছে ছোটকাকু চরিত্রটি। চলচ্চিত্রেও এ চরিত্রে অভিনয় করেছেন আফজাল হোসেন। এ ছাড়াও আছেন জহিরউদ্দিন পিয়ার, শামস সুমন, অর্ষা, সীমান্ত প্রমুখ।

ইতোমধ্যে সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে ‘কক্সবাজারে কাকাতুয়া’। আগামী ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন এবং জাতীয় শিশু দিবসে মুক্তি পাবে ছবিটি। ওইদিন বিকেল ৩টা ০৫ মিনিটে এর ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে চ্যানেল আইতে। পরদিন যমুনা ব্লকবাস্টার সিনেমাসসহ বেশ কয়েকটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি।

বাংলাদেশ সময় : ১৯১৪ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।