ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

সিনেফন্ডেশন ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিচারের দায়িত্ব

জনি হক, স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২১ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৬
সিনেফন্ডেশন ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিচারের দায়িত্ব নাওমি কাওয়াসে

কান চলচ্চিত্র উৎসবের ৬৮তম আসরের আনসার্টেন রিগার্ড বিভাগের শুরুটা হয় ‘অ্যান’ ছবির মাধ্যমে। এবারের আসরে সিনেফন্ডেশন ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগের সভাপতি থাকবেন ওই ছবির পরিচালক নাওমি কাওয়াসে।

এ দুটি বিভাগে বিচারকরা কাজ করবেন তার নেতৃত্বে।

নাওমি কাওয়াসের ক্যারিয়ারের জয়যাত্রা শুরু মাত্র ২৭ বছর বয়সে ১৯৯৭ সালে। জাপানিজ এই নারী নির্মাতা ওইবার ‘সুজাকু’ ছবির জন্য সবচেয়ে কম বয়সে ক্যামেরা দ’র পুরস্কার জেতেন কানে।

এরপর কান উৎসবের প্রতিযোগিতা বিভাগে নাওমি কাওয়াসের বেশ কয়েকটি ছবি স্থান করে নেয়। এগুলো হলো ‘শারা’ (২০০৩), ‘দ্য মাউরনিং ফরেস্ট’ (২০০৭), ‘হানেজু’ (২০১১) ও ‘স্টিল দ্য ওয়াটার’ (২০১৪)। এর মধ্যে ‘দ্য মাউরনিং ফরেস্ট’ জেতে গ্র্যান্ড প্রিক্স। ২০১৩ সালে উৎসবে প্রতিযোগিতা বিভাগের বিচারকদের মধ্যে ছিলেন নাওমি।

দায়িত্ব পেয়ে নাওমি কাওয়াসে বলেছেন, ‘চলচ্চিত্র মানুষের জীবনকে সমৃদ্ধ করে। পাশাপাশি তাদের জগতকে নতুন সম্ভাবনায় প্রেরণা জোগায়। চলচ্চিত্র হলো ব্যতিক্রম গণমাধ্যম, যা বিশ্ব সংস্কৃতির বৈচিত্র্যকে একীভূত করে। এগুলোর গল্প চারপাশের জীবনযাপনের মতোই, দর্শকরা এমনই দেখতে চায়। ’

এর আগে সিনেফন্ডেশন ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগের সভাপতি হয়েছিলেন মার্টিন স্করসিস, আব্বাস কিয়ারোস্তামি, জেন ক্যাম্পিয়ন, হো সিয়াও সিয়েন, জন বুরম্যান ও দারদেন ভ্রাতৃদ্বয়ের মতো বিখ্যাত নির্মাতারা। এবার তাদের পাশে যুক্ত হচ্ছে নাওমি কাওয়াসের নাম।  

ফ্রান্সের সাগরঘেষা শহর কানে আগামী ১১ মে শুরু হবে বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাসম্পন্ন এই আয়োজন। চলবে ২২ মে পর্যন্ত। এবার বসছে এর ৬৯তম আসর। এই আয়োজনের উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান উপস্থাপনা করবেন ফরাসি অভিনেতা-কমেডিয়ান লঁহো লফেঁ।

বাংলাদেশ সময় : ০২২১ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।