ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

‘কৃষকের ঈদ আনন্দ’ এবার সন্দ্বীপে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১১ ঘণ্টা, জুন ২০, ২০১৬
‘কৃষকের ঈদ আনন্দ’ এবার সন্দ্বীপে

চ্যানেল আইয়ের জনপ্রিয় ঈদ অনুষ্ঠান ‘কৃষকের ঈদ আনন্দ’র ফার্মার্স গেম শোর মূল পর্বের ধারণ কাজ সম্পন্ন হলো চট্টগ্রামের দ্বীপ উপজেলা সন্দ্বীপে। জানা গেছে, বঙ্গোপসাগর ও মেঘনার মোহনায় বাউরিয়া মাঠে অনুষ্ঠিত হয় কৃষকদের নানারকম খেলা।

উপস্থাপক ও পরিচালক শাইখ সিরাজ প্রতিবারের মতো এবারও ‘কৃষকের ঈদ আনন্দ’তে যুক্ত করেছেন নতুন নতুন বিষয়। প্রামাণ্যচিত্র নির্মাণের জন্য তিনি গিয়েছিলেন যুক্তরাষ্ট্রের সন্দ্বীপপ্রবাসী অধ্যুষিত ব্রুকলিন ও যুক্তরাজ্যের শর্পশায়ারের কিনলেটের এক দুর্গম চার্চে। যেখানে রয়েছে লর্ড ক্লাইভের সমাধি।  

‘কৃষকের ঈদ আনন্দ’র একেকটি ক্রীড়া প্রতিযোগিতার সঙ্গে যুক্ত করা হয়েছে অজানা ও অদেখা অনেক বিষয়। চ্যানেল আইতে ঈদের পরদিন বিকেল সাড়ে চারটায় প্রচার হবে অনুষ্ঠানটি।  

বাংলাদেশ সময়: ১৫০৩ ঘণ্টা, জুন ২০, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।