ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

ভালো থাকার ইচ্ছে

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০২ ঘণ্টা, জুন ২৬, ২০১৬
ভালো থাকার ইচ্ছে (বাঁ থেকে) বেলাল খান ও শোয়েব

কিছুদিন আগে ভিডিওতে প্রকাশিত বেলাল খানের সুরে পূজাকে নিয়ে শোয়েবের দ্বৈত গান ‘অপেক্ষার পর’ প্রশংসিত হয়। এর ধারাবাহিকতায় এবার এলো বেলাল খান ও শোয়েবের দ্বৈত অ্যালবাম ‘ভালো থাকার ইচ্ছে’।

এতে গান রয়েছে ৬টি। বেলাল ও শোয়েব গেয়েছেন তিনটি করে গান। বেলালের গাওয়া গানগুলোর শিরোনাম ‘দেখলে এক নজরে’, ‘আদরের হাত’ ও ‘হঠাৎ তুমি’। আর শোয়েব গেয়েছেন ‘ভালো থাকার ইচ্ছে’, ‘মন যাবে মনের বাড়ি’ ও ‘মন খারাপের দিন’। সবই লিখেছেন রবিউল ইসলাম জীবন। সংগীতায়োজনে জে. কে।  

সব গান সুর করেছেন বেলাল খান। তিনি জানান, বেশিরভাগ গানই ক্ল্যাসিকাল এবং সেমি-ক্ল্যাসিক্যাল। ঈদকে সামনে রেখে সিডি চয়েস বাজারে আনছে ‘ভালো থাকার ইচ্ছে’।  

বাংলাদেশ সময় : ১০৫৩ ঘণ্টা, জুন ২৬, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।