ঢাকা, মঙ্গলবার, ১৯ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

দীর্ঘ দিন পর ফারুক  

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪২ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৬
দীর্ঘ দিন পর ফারুক   আসাদুজ্জামান নূর ও ফারুক

জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা ফারুক। নায়ক ও চরিত্র অভিনেতা হিসেবে তিনি বাংলার দর্শকদের মন জয় করেছেন।

দীর্ঘদিন ধরে অভিনয়ে নেই তিনি। বার্ধক্যজনিত কারণে ঘরে বসেই কাটছে ফারুকের সময়। দীর্ঘ দিন পর তাকে পাওয়া যাবে একটি টিভি অনুষ্ঠানে।  

দেশ টিভির ‘বেলা অবেলা সারাবেলা’য় এবারের অতিথি ফারুক। এটি উপস্থাপনা করবেন আসাদুজ্জামান নূর। বরেণ্য, প্রাজ্ঞ ও বয়সী মানুষদের জীবন ও অতীত কর্মকান্ডের কথোপকথন নিয়ে এ অনুষ্ঠান। অনুষ্ঠানটিতে ফারুকের কিছু কাজ, অবসরের ফুটেজসহ থাকছে তার কাছের মানুষদের মন্তব্যও। শনিবার রাত (৩০ জুলাই)  ৯টা ৪৫ মিনিটে প্রচার হবে ‘বেলা অবেলা সারাবেলা’।  

এইচ আকবর নির্মিত ‘জলছবি’র মাধ্যমে ১৯৭১ সালে তার চলচ্চিত্র জীবন শুরু। পরে ‘আবার তোরা মানুষ হ’, ‘আলোর মিছিল’ নামের দুটি মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র করে আলোচনায় আসেন। একে একে ‘সুজন-সখী’, ‘লাঠিয়াল’, ‘সূর্যগ্রহণ’, ‘নয়নমনি’, ‘সারেং বৌ’, ‘গোলাপী এখন ট্রেনে’সহ ১৭০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেন ফারুক। ‘লাঠিয়াল’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা পার্শ্ব অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ পান। অভিনয়ের বাইরে ফারুক চলচ্চিত্র প্রদর্শক, প্রযোজক, সংগঠক ও সফল ব্যবসায়ী।   

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৬
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।