গুলশান ক্লাবে লিফটে চেপে চতুর্থ তলায় এসে জাহিদ হাসানকে চোখে পড়লো। অতিথিদের সঙ্গে বসে আড্ডা দিচ্ছেন তিনি।
বিরতিহীন নাটক প্রযোজনার খবর জানাতে ও এ বিষয়ে মতবিনিময়ের জন্য বুধবার (২৮ জুলাই) রাতে সংবাদ সম্মেলন আয়োজন করেন মাহফুজ। এখানে নিজেদের মতামত জানাতে এসেছিলেন জাহিদ ও তৌকীর। এই তিনজন ছোট পর্দায় দীর্ঘ সময় রাজত্ব করেছেন। এখনও তাদের অবস্থান টলেনি।
জাহিদ, তৌকীর ও মাহফুজ থাকলেই বাড়তি কৌতূহল তৈরি হয় দর্শকদের মধ্যে। তিনজনই সমসাময়িকদের সঙ্গে তো বটেই, অভিনয় করেছেন তাদের পরের প্রজন্মের অভিনেত্রীদের বিপরীতে। এ সময়ের অভিনেত্রীরাও তাদের নায়িকা হয়েছেন, হচ্ছেন।
ঈর্ষা নয়; জাহিদ, তৌকীর ও মাহফুজের মধ্যে পেশার ক্ষেত্রে সবসময় কাজ করেছে সুস্থ প্রতিযোগিতা। সেজন্য তিনজনই স্বতন্ত্র অবস্থান তৈরি করতে পেরেছেন। তারা বন্ধুভাবাপন্ন সবাই। জাহিদ ও তৌকীর তো একই নাট্যদলের (নাট্যকেন্দ্র) সদস্য।
একই অনুষ্ঠানে দেশের শীর্ষ এই তিন অভিনেতাকে পাওয়া দুষ্কর। মাহফুজের সুবাদে অনেকদিন পর তারা পাশাপাশি দাঁড়ালেন। একে অপরকে নিয়ে মজার আর ইতিবাচক মন্তব্য করলেন। মাহফুজ বললেন, ‘তৌকীর আহমেদকে দেখে আমি অনুপ্রাণিত হই। তিনি অনেক সুন্দর কথা বলেন। তার কথা এতোই সুন্দর, তিনি যে অভিনেতা এটাই ভুলেই যাই!’
একইভাবে তৌকীর বলেন, ‘টিভি নাটকের দীনতার প্রেক্ষিতে মাহফুজকে সবসময় বলেছি, আপনি একটা কিছু করেন। আপনার সে যোগ্যতা আছে। আমরা উন্নত সমাজে সবাই বিশ্বাস করি, সবাই সব কাজ পারি না। যিনি যে কাজটি পারেন তাকে সেই কাজে এগিয়ে আসতে হবে। আমার মনে হয়, বিরতিহীন নাটক প্রযোজনার উদ্যোগ নিয়ে মাহফুজ ঠিক কাজটিই করেছেন। ’
তৌকীরের পাশাপাশি জাহিদেরও প্রশংসা করেন মাহফুজ। এক্ষেত্রে তিনি বলেছেন, ‘জাহিদ সারাদেশের মানুষের প্রিয়। এ লোকটাকে সবাই এতো ভালোবাসে কেনো এজন্য আমি খুব হিংসা করি। কিন্তু লাভ হয় না। তার নামের আগে-পরে কখনও কিছু বলতে হয় না। জাহিদের ভালোবাসার ভঙ্গি এমন- যাকে বেশি ভালোবাসে তাকে বেশি আক্রমণ করে!’
জাহিদ বা মাহফুজ তুলনামূলক নিয়মিত কাজ করলেও তৌকীর কিছুটা অনিয়মিত। বিশেষ দিবসের নাটকেই মূলত তাকে পাওয়া যায়। এ প্রসঙ্গে তার কথা, ‘আসলে আমার কাছে অনেকে জানতে চান, নিয়মিত কাজ করেন না কেনো? আমি তাদেরকে বলি, শিল্পীদের আত্মসম্মানবোধ আছে। আমি কখনও এমন জায়গায় কাজ করবো না যেখানে যোগ্য লোকের যোগ্য সম্মানটুকু পাওয়া যাবে না। আমরা চাই যোগ্য লোক যোগ্য কাজটি করুক, জব ডিভিশনের মধ্য দিয়ে হোক। ’
জাহিদ ও তৌকীর অভিনয় শিখেছেন নাট্যকেন্দ্রে। তারিক আনাম খানকে ধরা হয় তাদের শিক্ষক। মাহফুজ সেকথা মনে করিয়ে বললেন, ‘তারিক ভাই অভিনয় করেন, অভিনয় করান। টিভি তারকাদের অনেকের শিক্ষক তিনি। গুরু মানুষ। তবে গুরুর মতো কখনও মনে হয় না। বন্ধুই মনে হয়। তার কাছে যে কোনো কথা বলতে পারি, যে কোনো সময় কাছে যেতে পারি। আমাদেরকে এ প্রশ্রয় দেওয়ার জন্য তাকে ধন্যবাদ। ’
বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৬
জেএইচ