বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৭৫তম মহাপ্রয়াণ দিবসে (২২ শ্রাবণ, ৮ আগস্ট) দুই বাংলায় থাকছে নানা আয়োজন। কলকাতার একটি অনুষ্ঠানে দেখা যাবে দেশের ড্যান্স থিয়েটার ‘ওয়াটারনেস’-এর পঞ্চম প্রদর্শনী।
দর্শকনন্দিত এই প্রযোজনার পাণ্ডুলিপি লিখেছেন কলকাতার ধীমান ভট্টাচার্য। মূল ভাবনা, নকশা, নৃত্য পরিচালনা ও নির্দেশনা দিয়েছেন পূজা সেনগুপ্ত। নৃত্য ও অভিনয়ে আছেন পূজা সেনগুপ্ত, আতিক রহমান, আবু নাঈম, রিদিতা, ইয়াসনা, দাউদ, লিজা, তৃণা প্রমুখ। দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশি দর্শকদের কাছে বাংলাদেশের নাচের সমসাময়িক রূপকে তুলে ধরতে পেরে খুশি ‘ওয়াটারনেস’-এর শিল্পীরা।
পূজা সেনগুপ্ত জানান, রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনের ছায়া অবলম্বনে তৈরি এই প্রযোজনাটির মূল অনুপ্রেরনা কাদম্বরী দেবী। জল ও নারীর সম্পর্ক নিয়ে গবেষণাধর্মী প্রযোজনাটি বাংলা ও ইংরেজি ভাষায় উপভোগ করা যাবে। ব্যাপ্তি ৪৫ মিনিট।
তিনি আরও জানান, অনুষ্ঠানের আমন্ত্রণপত্র বিনামুল্যে সংগ্রহ করা যাবে আই সি সি আর কলকাতা ও শ্রী অরবিন্দ ইন্সটিটিউট অব কালচার থেকে।
বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৬
এসও