পথচলার ১৫ বছর উদযাপন করবে ‘প্রাচ্যনাট স্কুল অব অ্যাকটিং অ্যান্ড ডিজাইন’। রাজধানীর সেগুনবাগিচার জাতীয় নাট্যশালায় শুক্রবার (২৯ জুলাই) প্রাক্তন শিক্ষার্থীদের পুণর্মিলনী ও স্কুলের ১৫ বছর পূর্তি অনুষ্ঠান হবে।
প্রাচ্যনাটের মুখ্য সম্পাদক তৌফিকুল ইসলাম ইমন জানান, জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে থাকবে উৎসবের নানা আয়োজন। অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে শোভাযাত্রা, কোরিওগ্রাফি, সংগীত, পারফর্মিং আর্ট, নাটক ও তথ্যচিত্র প্রদর্শনী। এদিন প্রাচ্যনাট স্কুলের ৩০তম ব্যাচের শিক্ষার্থীরা মঞ্চায়ন করবে তাদের কোর্স সমাপনী প্রযোজনা ‘সিরাজদ্দৌলা’।
এই আয়োজনে অতিথি থাকবেন নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ, যাত্রাশিল্পী ও সংগঠক মিলন কান্তি দে, এভারস্টে বিজয়ী এম এ মুহিত ও নিশাত মজুমদার। সকাল ১০টা থেকে দিনব্যাপী এই আয়োজন চলবে রাত ৯টা পর্যন্ত। স্কুলের ১৫ বছর পূর্তি অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থীদের পাশাপাশি স্কুলের শিক্ষক ও বিভিন্ন নাট্য সংগঠনের নাট্যকর্মীরা উপস্থিত থাকবেন।
বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৬
এসও