ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

অনেক সন্তান চান প্রিয়াঙ্কা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৮ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৬
অনেক সন্তান চান প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা চোপড়া

হলিউড হলে কী হবে, কাজের ব্যাপারে কোনো আপস করছেন না ভারতীয় সুপারস্টার প্রিয়াঙ্কা চোপড়া। ৩৪ বছর বয়সী এই তারকা সাফ জানিয়ে দিয়েছেন, সৌন্দর্যকে গুরুত্ব দিয়ে কিংবা জাতিগতভাবে গৎবাঁধা হিসেবে তাকে হাজির করার চেষ্টা হলে নির্দ্বিধায় না করে দেবেন।

তার ভাষ্য, ‘এমন কিছু করবো না যেটা আমাকে ছকে ফেলে অথবা ভারতীয় পরিচয়ের বাক্সে আটকে রাখে। ভারতে আমি প্রধান অভিনেত্রী, তাই যে কাজই করি না কেনো প্রধান অভিনেত্রী না হলে আমি নেই। এ নিয়ে কোনো আপস করবো না। ’

গত বছর আমেরিকান স্পাই থ্রিলার টিভি সিরিজ ‘কোয়ান্টিকো’র প্রধান চরিত্রে অভিনয় করে বিপুলসংখ্যক মার্কিনিদের মন জয় করেছেন প্রাক্তন এই বিশ্বসুন্দরী। এতে প্রিয়াঙ্কা অভিনয় করেছেন অ্যালেক্স প্যারিশ চরিত্রে। সন্ত্রাসী হামলা করার সন্দেভাজন হিসেবে দেখা হয় তাকে। সন্ত্রাসবাদ প্রসঙ্গে তিনি বলেন, ‘অপছন্দ হলেও সন্ত্রাসবাদ আমাদের বাস্তবতার বিপুল অংশ জুড়ে আছে। অন্যদের বিশ্বাস স্থাপন করতে আতঙ্ক ছড়ানোর সবচেয়ে কাপুরুষোচিত কাজ এটা। ’

‘কোয়ান্টিকো’র দ্বিতীয় মৌসুমের প্রচারে ফ্রান্সের প্যারিসে গিয়ে বার্তা সংস্থা এএফপিকে প্রিয়াঙ্কা জানান, আরও বড় ক্যারিয়ার গড়তে বদ্ধপরিকর তিনি। এ ছাড়া অনেক সন্তানের মা হওয়ার ইচ্ছা আছে তার। তিনি বললেন, ‘এখনও যুতসই ছেলে খুঁজছি। বিয়ের জন্য মনের মতো কাউকে পাওয়া জরুরি। ’

আমেরিকার মতো ব্রিটেনেও কাজ করার প্রস্তাব পেয়েছিলেন প্রিয়াঙ্কা। কিন্তু বরাবরই গৎবাঁধা ভারতীয় চরিত্র হওয়ায় ফিরিয়ে দেন তিনি। ‘কোয়ান্টিকো’র আন্তর্জাতিক সাফল্য চিত্রটা বদলে দিয়েছে। এর ফলে দক্ষিণ এশীয় প্রথম কোনো তারকা হিসেবে তাকে নিয়ে এতো তোলপাড় হচ্ছে পশ্চিমে।  

‘কোয়ান্টিকো’তে জটিল চরিত্রে অভিনয়ের সামর্থ্য দেখানোর সুবাদে প্রিয়াঙ্কার দুয়ারে আরও কয়েকটি বড় বড় কাজ আসছে। এর মধ্যে ‘বেওয়াচ’-এ নেতিবাচক চরিত্রে দেখা যাবে তাকে। তিনি ঠাট্টা করে বলেন, ‘এ ছবিতে ভালো ছেলেদের জীবন দুর্বিষহ করে তুলবো!’

নিজেকে গর্ব নিয়ে শক্তিশালী উদ্দাম নারীবাদী পরিচয় দেন প্রিয়াঙ্কা। এর কৃতিত্ব দিলেন ভারতীয় সেনাবাহিনীতে দায়িত্ব পালন করা তার চিকিৎসক মাকে। ‘তিনি আমাকে এমন দীক্ষা দিয়েছেন যেন সবকিছু ভাবতে ও নিজের মতামতও জানাতে পারি’- বলেছেন প্রিয়াঙ্কা।

২০১২ সালে ‘ইন মাই সিটি’ গানের মাধ্যমে আর্ন্তজাতিক অঙ্গনে পা রাখেন প্রিয়াঙ্কা। এর পরের বছর প্রকাশিত হয় পিটবুলের সঙ্গে তার দ্বিতীয় গান ‘এক্সোটিক’। আরও কিছু গান করার ইচ্ছে আছে প্রিয়াঙ্কার। কিন্তু সময়ের অভাবে হয়ে উঠছে না। তিনি বলেন, ‘‘আমার হাতে এখন সত্যিই গান-বাজনা করার সময় নেই। ‘হ্যাপি’ গানের মার্কিন গায়ক ফ্যারেল উইলিয়ামসও আমাকে গাইতে বলেছেন। কিন্তু আপাতত তা পারছি না। ’’

দুটি ভিন্ন মহাদেশে একসঙ্গে দুটি ক্যারিয়ার ধরে রাখা এবং তা সঠিকভাবে চালানো অনেক কঠিন বলে মনে করছেন প্রিয়াঙ্কা। মার্কিন টিভি সিরিজ ‘কোয়ান্টিকো’র প্রথম মৌসুমের কাজের পাশাপাশি হিন্দি ছবি ‘বাজিরাও মাস্তানি’ (২০১৫) ও হলিউডের ছবি ‘বেওয়াচ’-এর (২০১৭) কাজ করেছেন তিনি।

বাংলাদেশ সময়: ১৭০৯ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।