ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

দিয়ার ছবিতে ইমরান হাশমির ছেলে

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৩ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৬
দিয়ার ছবিতে ইমরান হাশমির ছেলে ইমরান হাশমির সঙ্গে আয়ান, (ডানে) দিয়া মির্জা

অভিনয়ে অভিষেক হলো বলিউড অভিনেতা ইমরান হাশমির পুত্র আয়ানের। শুক্রবার (২৯ জুলাই) ইউটিউবে এসেছে তার অভিনীত একটি ভিডিও।

এদিন ছিলো বাঘ দিবস। তাই বাঘ রক্ষার বার্তা রয়েছে এতে।  এটি পরিচালনা করেছেন বলিউড অভিনেত্রী দিয়া মির্জা।

‘কিডস ফর টাইগারস’ নামের এ ভিডিওতে অন্যান্য বাচ্চ‍াদের সঙ্গে দেখা যাচ্ছে আয়ানকে। মিলে বাঘ বাঁচাও সচেতনতা বৃদ্ধির আহ্বান জানিয়েছে। বন্যপ্রাণী ও পরিবেশ সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করা হয়েছে এতে।

এ প্রসঙ্গে টু্ইটারে ‘রাজ’ তারকা ইমরান হাশমি লিখেছেন, ‘ছয় বছর বয়সে পর্দায় অভিষেক হলো আয়ানের। একই বয়সে আমিও প্রথম ক্যামেরার সামনে এসেছিলাম!’ 

স্বল্পদৈর্ঘ্য ছবিটি প্রযোজনা করেছে দিয়া ও তার স্বামী সাহিল সংঘর প্রতিষ্ঠান বর্ন ফ্রি এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেড। নিষ্পাপ শিশুদের মুখ দিয়ে বাঘ ও পরিবেশ সংরক্ষণের গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরাই এর লক্ষ্য। ৩৭ বছর বয়সী ইমরান আরও লিখেছেন, ‘সাবাশ দিয়া ও সাহিল। বাঘ সংরক্ষণে এগিয়ে আসার জন্য তোমার উদ্যোগে আমার বাচ্চাকেও দেখলাম। ’ 

এদিকে ৩৪ বছর বয়সী দিয়ার এই স্বল্পদৈর্ঘ্য ছবিটি দেখে প্রশংসায় পঞ্চমুখ গোটা বলিউড। টুইটারে তাকে অনেকে শুভকামনা জানিয়েছেন। বর্ষীয়ান অভিনেত্রী শাবানা আজমি টুইটারে লিখেছেন, ‘দিয়া পরিচালিত বাচ্চাদের নিয়ে বানানো ভিডিওটি দেখলাম। বাঘ বাঁচানোর কাঙ্ক্ষিত বক্তব্য ছড়িয়ে দিতে সহায়তা করবে এটি। ’ 

শাবানার সৎ ছেলে ফারহান আখতার বলেন, ‘গুরুত্বপূর্ণ একটি বার্তা নিয়ে ছবিটি তৈরি করেছে দিয়া। দেখুন, শেয়ার করুন। ’ ফারহানের সহশিল্পী বলিউড সুপারস্টার হৃতিক রোশন লিখেছেন, ‘প্রশংসনীয় প্রচেষ্টা। সাবাশ দিয়া মির্জা ও সাহিল সংঘ। ’ আরেক অভিনেতা রিতেশ দেশমুখ বলেন, ‘ওয়াও! দিয়ার এমন দারুণ পদক্ষেপ আমার খুব ভালো লেগেছে। ’ 

অভিনেতা রণদীপ হুদার ভাষ্য, ‘বাঘ বাঁচান, আমাদের পৃথিবী বাঁচান। কারণ বাঘ বাঁচলে স্বয়ংক্রিয়ভাবে পৃথিবী বাঁচবে। ’ অভিনেত্রী সোনম কাপুর বলেন, ‘চমৎকার ভিডিও হয়েছে। দিয়া, আপনি সত্যিই দারুণ। ’ পরিচালক আনন্দ এল. রাই ভিডিওটি দেখার আহ্বান জানিয়ে মন্তব্য করেছেন, ‘এই বাচ্চাদের কাছ থেকে শিখে আমাদের বেড়ে ওঠার সময় এসেছে। এই সচেতনতার জন্য দিয়া মির্জাকে ধন্যবাদ। বাঘ বাঁচান। ’

এ ছাড়া ভিডিওটি দেখে টুইটারে দিয়াকে অন্যান্য তারকাদের মধ্যে অভিনন্দন জানিয়েছেন অর্জুন কাপুর, কুনাল কাপুর, অভিনেত্রী লারা দত্ত ভূপতি, প্রাচী দেশাই, সুরকার শেখর রবজিয়ানি। তাদের মতে, শিশুরাই আমাদের ভবিষ্যৎ। এ ভিডিওতে আছে বাচ্চা বাঘগুলোর গর্জন!

* ‘কিডস ফর টাইগারস’ ভিডিওটি দেখুন : 
বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।