ঢাকা, মঙ্গলবার, ১৯ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

মোশাররফ করিমের কি আসলেই বিকল্প নেই?

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০১ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৬
মোশাররফ করিমের কি আসলেই বিকল্প নেই? মোশাররফ করিম, ছবি: নূর-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

দেশের মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রে প্রতিভাবান, সফল ও তুঙ্গস্পর্শী জনপ্রিয় অভিনেতার নাম মোশাররফ করিম। অভিনয়ের ক্ষেত্রে সাবলীল ভঙ্গি ও স্বকীয় বৈশিষ্ট্যের জন্যই দর্শকমহলে এতো জনপ্রিয় তিনি।

তার ভক্তশ্রেণী ছড়িয়ে আছে বিদেশেও। ছোট থেকে বড় সব শ্রেণীর দর্শক টানতে পারেন এই তারকা।  

মোশাররফ করিম তার সময়কার অভিনেতাদের মধ্যে সবচেয়ে প্রতিভাবান। গল্পের চরিত্রকে বাস্তবে রূপ দিতে তার জুড়ি নেই। ইতোমধ্যে নাটকের পাশাপাশি বেশকিছু চলচিত্রেও তেমন স্বাক্ষর রেখেছেন তিনি। তবে বাস্তবতা পাল্টায়। মোশাররফ সম্পর্কে ভক্তদের অভিযোগও কম নয়। সমালোচকদের মতে, তার বিকল্প খোঁজার সময় এসেছে।  

টিভি চ্যানেলে মোশাররফের নাটকের বেশ কাটতি- শুধু এই কারণে দিনের পর দিন নির্মাতারা তাকে নিচ্ছেন। জনপ্রিয় এই অভিনেতাকে নিয়ে বেশকিছু কাজ করেছেন এমন নির্মাতাদের ভাষ্যমতে, ইচ্ছে না থাকলেও মোশাররফকে নিতে হয়। তিনি গুণী অভিনেতা হলেও সব চরিত্রের জন্য মানানসই নন, চ্যানেল অনেক সময় এটা বুঝতে চায় না।  

মোশাররফের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ, একই ধরনের গল্পের নাটকে তিনি ঘুরেফিরে একই ধরনের অভিনয় করছেন, নতুনত্ব নেই। অনেকে এটাকে ভাঁড়ামো মনে করেন। সুশীল শ্রেণীর দর্শকের কাছে এ কারণে তার গ্রহণযোগ্যতাই তৈরি হয়নি। ব্যাপক চাহিদার কারণে শিডিউল মেলানোই যার কষ্টসাধ্য তিনি ভালো কিছু করবেন কীভাবে- এমন মন্তব্যই আসে বেশি। মাসের প্রতিদিনই মোশাররফকে শুটিং করতে হয়। গল্প, চিত্রনাট্য, পরিচালক বা সহশিল্পী নির্বাচন করার সময়ই নেই তার! অর্থে বনিবনা হলেই তিনি কাজ করছেন- বছরের পর বছর এমনটাই চলছে।

অন্যদিকে অভিনয় শুরু করেছেন এই অভিনেতার স্ত্রী জুঁই করিম। নির্মাতাদের অনেকের অভিযোগ, পরোক্ষভাবে স্ত্রীকে নিজের নাটকে রাখার ব্যাপারে কৌশল অবলম্বন করেন মোশাররফ। নির্মাতারাও বাধ্য হয়ে কাজ করেন। কারণ মোশাররফ যে নাটকে আছেন সেটাতে আর কোনো তারকা না থাকলেও চলে। ফলে মোশাররফ-জুঁই জুটির নাটকের সংখ্যা বাড়ছে। এক নাটকের সিংহভাগ অর্থ নিজের ঘরেই রাখছেন মোশাররফ। ব্যাপারটা এমন যে, সারাদিন স্ত্রীর সঙ্গে থাকা হলো, অভিনয় করা হলো, তাতে দুটো বাড়তি পয়সা এলে ক্ষতি কী!

বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৬
এসও/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।