কেতাদুরস্ত হওয়ার পাশাপাশি নিজের অভিনয় শৌর্য ও গায়কীতে দক্ষতার প্রমাণ রেখেছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। কিন্তু কখনও কোনো ছবির পরিচালক হতে পারবেন না ২৩ বছর বয়সী এই তারকা! তার মুখেই শোনা গেলো এটা।
অথচ আলিয়ার বাবা মহেশ ভাট বলিউডের নামকরা পরিচালক-প্রযোজক। তিনি ও তার স্ত্রী একসময়ের অভিনেত্রী সোনি রাজদানের মতে, তাদের কন্যা শুধু চলচ্চিত্র প্রযোজনায় হয়তো নিজেকে জড়াতে পারবে, কিন্তু কখনও পরিচালনা করা হবে না তার।
এ প্রসঙ্গে বার্তা সংস্থা আইএএনএসকে মুম্বাই থেকে ফোনে আলিয়া বলেন, ‘সম্ভবত একদিন প্রযোজক হতে পারবো। কিন্তু মনে হয় না আমাকে দিয়ে কখনও পরিচালনা হবে। কারণ পরিচালককে অনেক কাজ সামলাতে হয়। আমার সেই সামর্থ্য নেই। ’
আলিয়ার ক্যারিয়ার খুব বেশিদিনের নয়। ২০১২ সালে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ ছবির মাধ্যমে অভিনয়ে অভিষেকের পর ‘হাইওয়ে’, ‘টু স্টেটস’, ‘হাম্পটি শর্মা কি দুলহানিয়া’, ‘কাপুর অ্যান্ড সানস’ ও ‘উড়তা পাঞ্জাব’ ছবিতে প্রশংসনীয় কাজ দেখিয়েছেন তিনি। ছবিগুলো বক্স অফিসে ব্যাপক সাফল্যও পেয়েছে। কেবল গত বছর ‘শানদার’ই যা একটু ম্যাড়ম্যাড়ে গেছে।
মাত্র ছয় বছরে আলিয়া জিতেছেন কোটি কোটি দর্শকের মন। সবশেষ ‘উড়তা পাঞ্জাব’ ছবিতে বৈচিত্রময় চরিত্রে তার কাজ সমালোচক ও ভক্তদের মধ্যে প্রশংসিত হয়েছে। পরিবার থেকে সহায়তা পান কি-না জানতে চাইলে নিটোল ও প্রাণবন্ত এই অভিনেত্রী বলেন, ‘ছবিতে কাজ করার সময় আমার বাবা-মা কোনো পরামর্শ দেন না। সব উপদেশ দেন আমার পরিচালক। ’
আলিয়াকে সামনে দেখা যাবে গৌরি শিন্ডের ‘ডিয়ার জিন্দেগি’ ছবিতে। এখানে তার সহশিল্পী সুপারস্টার শাহরুখ খান। এবারই প্রথম তাদেরকে একসঙ্গে দেখা যাবে। এ ছবি নিয়ে মহেশ ভাট ও সোনি উচ্ছ্বসিত। ভক্তদেরও কৌতূহলের কমতি নেই। এটি মুক্তি পাবে চলতি বছরের ২৫ নভেম্বর।
বাংলাদেশ সময়: ১১৪৪ ঘণ্টা, আগস্ট ০১, ২০১৬
বিএসকে/জেএইচ