না ফেরার দেশে চলে গেলেন চল্লিশের দশকে মেট্রো-গোল্ডউইন মেয়ারের নিয়মিত গায়িকা-অভিনেত্রী গ্লোরিয়া ডিহ্যাভেন। তার বয়স হয়েছিলো ৯১ বছর।
গত ৩০ জুলাই যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের এক ধর্মশালায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। হলিউড রিপোর্টারকে খবরটি নিশ্চিত করেছেন মার্কিন এই গায়িকার কন্যা ফেইথ ফিঞ্চার-ফিঙ্কেলস্টেইন। তিনি জানান, তার মা তিন মাস আগে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন।
চার্লি চ্যাপলিনের ‘মডার্ন টাইমস’ (১৯৩৬) ছবির মাধ্যমে রূপালি পর্দায় অভিষেক হয় ডিহ্যাভেনের। এরপর বিখ্যাত বেশকিছু ছবিতে শীর্ষ তারকাদের সঙ্গে দেখা গেছে তাকে। এ তালিকায় আছে জেনে কেলির বিপরীতে ‘থাউজেন্ডস চিয়ার’ (১৯৪৩), অভিনেতা ভ্যান জনসন ও অভিনেত্রী জুন অ্যালিসনের সঙ্গে ‘টু গার্লস অ্যান্ড অ্যা সেইলার’ (১৯৪৪), ফ্রাঙ্ক সিনাত্রার বিপরীতে ‘স্টেপ লাইভলি’ (১৯৪৪), মিকি রুনির সঙ্গে ‘সামার হলিডে’ (১৯৪৮), গ্লেন ফোর্ড ও ন্যান্সি রিগ্যানের সঙ্গে ‘দ্য ডক্টর অ্যান্ড দ্য গার্ল’ (১৯৪৯), জ্যানেট লেই ও টনি মার্টিনের সঙ্গে ‘টু টিকেটস টু বোর্ডওয়ে’ (১৯৫১) ও রোজালিন্ড রাসেলের সঙ্গে ‘দ্য গার্ল রাশ’ (১৯৫৫)।
ডিহ্যাভেন অনেক ছবিতে গানও গেয়েছেন। এর মধ্যে রয়েছে ‘বেস্ট ফুট ফরওয়ার্ড’ (১৯৪৩), ‘‘ইয়েস, স্যার, দ্যাট’স মাই বেবি’’ (১৯৪৯), ‘সামার স্টক’ (১৯৫০), ‘ডাউন অ্যামং দ্য শেল্টারিং পামস’ (১৯৫৩), ‘সো দিস ইজ প্যারিস’ (১৯৫৫) এবং ‘ওন টন টন: দ্য ডগ হু সেভড হলিউড’ (১৯৭৬)। ১৯৯৭ সালে ‘আউট অব সি’ ছবিতে বিধবা ও জ্যাক লেমন অভিনীত চরিত্রের প্রেমিকার ভূমিকায় সবশেষ পর্দায় দেখা গেছে তাকে।
ব্যক্তিজীবনে চারবার বিয়ে করেন ডিহ্যাভেন। তার স্বামীদের মধ্যে ছিলেন অভিনেতা জন পেইন। ব্যবসায়ী রিচার্ড ফিঞ্চারের সঙ্গে দু'বার বিয়ের বন্ধনে জড়িয়েছিলেন তিনি। গ্লোরিয়ার সব বিয়েই শেষ হয়েছে বিচ্ছেদে।
বাংলাদেশ সময়: ১৩০৭ ঘণ্টা, আগস্ট ০১, ২০১৬
বিএসকে/জেএইচ