বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় ৩ নম্বর গ্যালারি এখন বঙ্গবন্ধুময়। শোকের মাস আগস্টের প্রথম দিন (সোমবার) এখানে শুরু হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ওপর রচিত কবিতা ও গানের ওপর ভিত্তি করে বরেণ্য শিল্পীদের চিত্রকর্ম প্রদর্শনী।
এদিন সন্ধ্যায় জাতির পিতার ৪১তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ‘শিল্পের আলোয় বঙ্গবন্ধু’ শীর্ষক বাংলাদেশ শিল্পকলার একাডেমির মাসব্যাপী শ্রদ্ধাঞ্জলির অংশ এই প্রদর্শনী। এর উদ্বোধন করেন বাংলাদেশ শিল্পকলার একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। এটি চলবে ৩১ আগস্ট পর্যন্ত।
এ প্রদর্শনীতে রয়েছে শতাধিক চিত্রকর্ম। এগুলোতে বঙ্গবন্ধুর শৈশব থেকে শুরু করে শাহাদত বরণ পর্যন্ত জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো তুলে ধরেছেন শিল্পীরা। মুক্তিযুদ্ধের সময় তিনি কীভাবে বাঙালিদের পথপ্রদর্শক হয়ে উঠেছিলেন তার একটা ধারণা পাওয়া যাবে ছবিগুলো দেখলে। বঙ্গবন্ধু যে বাংলা ও বাঙালির মধ্যমণি ছিলেন এবং এখনও বাঙালির মনেপ্রাণে বেঁচে আছেন শিল্পীদের চিত্রকর্মে সেটাই মূর্ত হয়েছে। পাশাপাশি রয়েছে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের জাতীয় পতাকা নিয়ে চিত্রকর্ম।
বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, আগস্ট ০১, ২০১৬
টিএস/জেএইচ