দেশের বিভিন্ন অঙ্গনের পাঁচ তারকার জীবনের টানাপোড়েন নিয়ে তৈরি হয়েছে নতুন ধারাবাহিক নাটক ‘ফাইভ স্টার ম্যাচ’। বিনোদন অঙ্গনকেন্দ্রিক গল্পটিতে তুলে ধরা হয়েছে তারকাদের জীবনের সুখ-দুঃখ, হাসি-কান্না।
এই পাঁচটি চরিত্রে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, অপর্ণা ঘোষ, তৌসিফ মাহবুব, এফএস নাঈম ও সানজিদা কোয়েল। গত বছরের শেষের দিকে শুরু করে ১০৪ পর্বের নাটকটির ২৬ পর্বের ধারণকাজ শেষ হয়েছে।
গল্পে দেখা যাবে, আনিসুর রহমান মিলন দেশের জনপ্রিয় নায়ক। দৈনন্দিন ব্যস্ততার কারণে পরিবারকে সময় দিতে পারেন না তিনি। এমনকি প্রেমিকার সঙ্গেও সময় কাটানো হয় না তার। একসময় মিলন মানসিকভাবে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েন, যার প্রভাব পড়তে শুরু করে তার ক্যারিয়ারে।
নাঈম আছেন গায়কের চরিত্রে। জনপ্রিয় গায়ক হওয়া সত্ত্বেও বিভিন্ন কনসার্ট অথবা অনুষ্ঠানে গান গেয়ে প্রাপ্য সম্মানীটুকু পান না তিনি। এ কারণে বাসা ভাড়ার বকেয়া বেড়ে যায়। টাকার অভাবে দিন কাটাতে হিমশিম খেতে হয় তাকে। এভাবে তার মানসিক জটিলতা বাড়তে থাকে।
দেশসেরা মডেলের ভূমিকায় পাওয়া যাবে তৌসিফকে। শহরের বিলবোর্ডে শুধু তারই ছবি। সবাই তাকে একনামে চেনে। কিন্তু কাজের পারিশ্রমিক ঠিকঠাক পায় না ছেলেটি। জীবনের চলমান জটিলতায় হয়রান হয়ে যায় সে।
এদিকে অপর্ণা দেশসেরা রাঁধুনি। রান্নার প্রতিযোগিতা থেকে উঠে এসেছেন তিনি। চ্যাম্পিয়ন হওয়ার পর আট লাখ টাকা পুরস্কার এসেছে তার হাতে। স্বপ্ন দেখেন একটি বড় ফাস্টফুডের দোকান দেবেন। কিন্তু তার পারিবারিক বেশকিছু সমস্যার সমাধান করতে পুরস্কারের প্রায় সব টাকাই ফুরিয়ে যায়। সেই সঙ্গে ভাঙতে শুরু করে তার স্বপ্ন।
দেশের জনপ্রিয় উপস্থাপিকার ভূমিকায় অভিনয় করেছেন সানজিদা কেয়েল। ক্যারিয়ারে সাফল্যের মুখ দেখেছে মেয়েটি। কিন্তু তার জীবনে ছোট ছোট কিছু বিরক্তিকর ঘটনা ঘটতে থাকে। বাইরে গেলে বিভিন্ন মানুষ তার সামনে আজেবাজে কথা বলে। ফোনে জ্বালাতন করে। সে-ও বাকি চার তারকার মতোই নিজের জীবন নিয়ে বিরক্ত হয়ে পড়ে।
‘ফাইভ স্টার মেস’ নাটকে আরও অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ, মুনিরা মিঠু, শবনম পারভীন, আখম হাসান, আরফান আহমেদ প্রমুখ। শিগগিরই একটি বেসরকারি টিভি চ্যানেলে এর প্রচার শুরু হবে।
বাংলাদেশ সময়: ২১৪৯ ঘণ্টা, আগস্ট ০১, ২০১৬
জেএমএস