প্রায় দেড় বছর পর নতুন একটি ধারাবাহিক নাটকে অভিনয় করছেন ছোট পর্দার পরিচিত মুখ অর্চিতা স্পর্শীয়া। ‘তরুণ তুর্কি’ নামের নাটকটিতে তাকে দেখা যাবে শিখা চরিত্রে।
১১ জন তরুণ-তরুণীকে ঘিরে তৈরি হয়েছে নাটকটি। অন্য দশজনের মতো দৈনন্দিন জীবনে নানান সমস্যা সমাধানে এগিয়ে যায় শিখা। মেয়েটি সততা নিয়ে বাঁচতে এবং অন্যকে সহায়তা করতে হাত বাড়িয়ে দেয়। কিন্তু তার বাবা দুর্নীতিবাজ ব্যক্তি। এজন্য বাবা ও মেয়ের মধ্যে বৈরি সম্পর্ক। বাবার সব কালো টাকা মুক্ত হস্তে গরিব-দুঃখীর মাঝে বিলিয়ে দেয় মেয়েটি।
স্পর্শীয়া বাংলানিউজকে বললেন, ‘আমি ধারাবাহিকে কাজ করতে চাই না। ভবিষ্যতে আর করবো কি-না জানি না। কারণ একটি ধারাবাহিকের কাজে প্রচুর সময় দিতে হয়। মাঝে মধ্যে একঘেঁয়েমিও কাজ করে। তবে এ নাটকের গল্প পছন্দ হওয়ায় ও পরিচালকের অনুরোধে কাজটি করছি। ’
স্পর্শীয়া যোগ করে বলেন, ‘‘তরুণদের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা জাগ্রত করার লক্ষ্য নিয়েই বানানো হয়েছে নাটকটি। আমাদেরকে প্রতিনিয়ত প্রতিকূলতার সঙ্গে লড়াই করে চলতে হয়। এসব প্রতিকূলতার প্রতিচ্ছবি দেখানো হবে ‘তরুণ তুর্কি’তে। ’’
নাটকটির প্রোমোতে তৌসিফ মাহবুব ও শামীম হাসান সরকারের পাশে অপরাজেয় বাংলার আদলে দাঁড়িয়েছেন স্পর্শীয়া। ইমরাউল রাফাতের রচনা ও পরিচালনায় ‘তরুণ তুর্কি’ ধারাবাহিক নাটকে আরও অভিনয় করছেন এফএস নাঈম, অ্যালেন শুভ্র, তৌসিফ মাহবুব, ফারহান আহমেদ জোভান, তাসনুভা তিশা, আঁচল হোসেন, শামীম হাসান সরকার, সজল প্রমুখ।
ইতিমধ্যে নাটকটির ১৩ পর্বের ধারণকাজ সম্পন্ন হয়েছে। শিগগিরই শুরু হবে দ্বিতীয় ধাপের দৃশ্যায়ন। ‘তরুণ তুর্কি’ প্রচার হবে এনটিভিতে।
বাংলাদেশ সময়: ১৫২৩ ঘণ্টা, আগস্ট ০২, ২০১৬
জেএমএস/জেএইচ