আলাদিনের জাদুর চেরাগের কথা মনে পড়ে? ওই চেরাগ ঘষা দেওয়ার সঙ্গে সঙ্গে একটা দৈত্য বেরিয়ে এসে তিনটি ইচ্ছাপূরণের প্রতিশ্রুতি দিয়ে বলে- ‘হুকুম করুন, হুজুর’। তার কাছে তিনটি ইচ্ছের কথা জানালেই বাস্তবায়ন হয়ে যায় নিমিষে! তারকারাও যদি সেই চেরাগ পেতেন তাহলে কোন তিনটি ইচ্ছে পূরণ করতে চাইতেন? বাংলানিউজের তারার ফুলের আয়োজন ‘তারকার তিন ইচ্ছে’ বিভাগে তারা জানাবেন সেকথা।
প্রথম ইচ্ছে
আলাদীনের জাদুর চেরাগ সত্যিই পেলে প্রথম আমার ছোটবেলা ফিরে পেতে চাইতাম। শৈশবের মধুর সময়গুলো আমাকে খুব টানে। স্কুলে যাওয়া, বন্ধুদের সঙ্গে খেলাধুলা করা, ঘুরে বেড়ানো- সবই ফিরে পেতে চাই। আবারও দুষ্টুমি-বায়না করে বাবা-মায়ের বকুনি শুনতে চাই।
দ্বিতীয় ইচ্ছে
আমার দ্বিতীয় ইচ্ছা হলো বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়া। ইচ্ছে হয় আমাকে সবাই প্রধানমন্ত্রী হিসেবে চিনবে! দেশ ও দেশের মানুষের জন্য কাজ করতে চাই। মারামারি, হানাহানি, দুর্নীতি প্রতিরোধে সবার সঙ্গে মিলে ঐক্যবদ্ধভাবে এসব দূর করাসহ বাংলাদেশকে বিশ্বের সামনে তুলে ধরার চেষ্টা করতাম।
তৃতীয় ইচ্ছে
যাদুর চেরাগের দৈত্যের কাছে আমার সবশেষ ইচ্ছা আমি যেন আমৃত্যু দেশের প্রধানমন্ত্রীর আসনে থাকতে পারি। যেন পাঁচ বছর পরপর নির্বাচনের নিয়ম না থাকে। আমি একাই যেন বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে থাকতে পারি!
বাংলাদেশ সময়: ০৮৩২ ঘণ্টা, আগস্ট ০৩, ২০১৬
জেএমএস/জেএইচ