ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

এশিয়ান সিনেমা রেট্রোস্পেক্টিভে আগস্ট মাসের ছবি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৮ ঘণ্টা, আগস্ট ৩, ২০১৬
এশিয়ান সিনেমা রেট্রোস্পেক্টিভে আগস্ট মাসের ছবি

ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে এশিয়ার ১৯টি দেশের ৫৬ জন চলচ্চিত্রকারের ৬৫টি চলচ্চিত্র নিয়ে আয়োজন করা হয়েছে ১৭ সপ্তাহের ‘এশিয়ান সিনেমা রেট্রোস্পেক্টিভ’।  

বাংলাদেশ, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, ইরান, চীন, পাকিস্তান, থাইল্যান্ড, তাইওয়ান, শ্রীলঙ্কা, ভুটান, মালয়েশিয়া, ফিলিস্তিন, ইরাক, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, আফগানিস্তান, সৌদি আরবের চলচ্চিত্র প্রদর্শিত হবে এ কার্যক্রমে।

 

‘এশিয়ান সিনেমা রেট্রোস্পেক্টিভ’ আগস্ট মাসের প্রদর্শনী হিসেবে আগামী ৫ আগস্ট থাকবে ইন্দোনেশিয়ার কামিলা আনডিসির ‘মিরর নেভার লাইস’ এবং তাইওয়ানের হো সিয়াও সিয়েনের ‘সিটি অব স্যাডনেস’। ৬ আগস্ট রয়েছে আফগান চলচ্চিত্রকার সিদ্দিক বারমাকের চলচ্চিত্র ‘ওসামা’।

বাংলাদেশের প্রতিভাবান চলচ্চিত্রকার তারেক মাসুদের পঞ্চম মৃত্যুবার্ষিকী আগামী ১৩ আগস্ট। তাকে স্মরণ করে ১২ আগস্ট ও ১৩ আগস্ট তার নির্মিত চলচ্চিত্রের প্রদর্শনী হবে। ১২ আগস্ট থাকবে ‘আদম সুরত’, ‘মুক্তির গান’ এবং ‘মাটির ময়না’। ১৩ আগস্ট দেখানো হবে ‘রানওয়ে’।

এ ছাড়া ১৯ আগস্ট চীনের জ্যাঙ ইমু নির্মিত ‘রেইস দ্য রেড ল্যান্ঠন’ ও চীনের ওঙ কার ওয়াই পরিচালিত ‘ইন দ্য মুড ফর লাভ’, ২০ আগস্ট চীনের চেন কেইগের ‘ফেয়ারওয়েল মাই কনকুবাইন’, ২৬ আগস্ট ভারতীয় চলচ্চিত্রকার ঋত্বিক কুমার ঘটকের ‘সুবর্ণরেখা’ এবং ভারতের ঋতুপর্ণ ঘোষ পরিচালিত ‘আবহমান’, ২৭ আগস্ট ভারতীয় চলচ্চিত্রকার মৃণাল সেনের ‘ভুবনসোম’ ছবির প্রদর্শনী হবে।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার ইন্টারন্যাশনাল ডিজিটাল কালচারাল আর্কাইভ কক্ষে প্রতিদিন প্রদর্শনী শুরু হবে বিকেল ৩টায়। প্রতিটি প্রদর্শনীর আগে এবং পরে প্রদর্শিত চলচ্চিত্র বিষয়ে আলোচনা হবে। নিবন্ধন করে এই কর্মসূচিতে অংশ নেওয়া যাবে।

আয়োজকরা জানান, বছরব্যাপী ‘বিশ্বচলচ্চিত্র অনুধাবন কর্মসূচি’র অংশ হিসেবে এশিয়ান সিনেমা রেট্রোস্পেক্টিভ শুরু হয়েছে ১৬ জুলাই। এতে মূলত এশিয়ান চলচ্চিত্রের ধরণ, গতি-প্রকৃতি, এশিয়ার দিকপাল চলচ্চিত্রকারদের সঙ্গে পরিচয়-জানাবোঝার পাঠ চলবে। প্রতিটি চলচ্চিত্র প্রদর্শনীর পূর্বে প্রদর্শিতব্য চলচ্চিত্র, চলচ্চিত্রকার ও তাদের দেশের চলচ্চিত্র-সংস্কৃতিবিষয়ক আলোচনা উপস্থাপন করা হচ্ছে।  

বাংলাদেশ সময়: ১৯০৬ ঘণ্টা, আগস্ট ০৩, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।