দেশের বরেণ্য ও জনপ্রিয় পাঁচ শিল্পী রবীন্দ্রসংগীত গাইলেন। তারা হলেন সৈয়দ আব্দুল হাদী, রফিকুল আলম, সামিনা চৌধুরী, রুমানা ইসলাম ও সুমনা হক।
অনুষ্ঠানে হাদীর কণ্ঠে ‘যখন ভাঙলো মিলনমেলা’, রফিকুল আলমের গলায় ‘বাদল ধারা হলো সারা বাজে বিদায় সুর’, সামিনার কণ্ঠে ‘এসো শ্যামল সুন্দর’, রুমানার গলায় ‘আমি তোমার প্রেমে হবো সবার কলঙ্কভাগী’ ও সুমনার গলায় দর্শক-শ্রোতারা শুনবেন ‘মধুর তোমার শেষ যে না পাই’।
বুধবার (৩ আগস্ট) রাতে বিটিভির স্টুডিওতে অনুষ্ঠানটির ধারণকাজ সম্পন্ন হয়। এর সঞ্চালক ছিলেন কবির বকুল। তিনি জানান, অনুষ্ঠানে কণ্ঠশিল্পী নার্গিস রহমানও একটি রবীন্দ্রসংগীত গেয়ে শুনিয়েছেন। আগামী ৬ আগস্ট রাতে বিটিভিতে প্রচার হবে ‘ভালো যদি বাসো সখী’। প্রযোজনায় সৈয়দ জামান।
বাংলাদেশ সময়: ১১২৬ ঘণ্টা, আগস্ট ০৩, ২০১৬
জেএইচ