নন্দিত কথাশিল্পী হুমায়ুন আহমেদ রচিত প্রথম মঞ্চনাটক ‘নৃপতি’ নব্বই দশকে প্রথম মঞ্চে আনে নান্দনিক নাট্য সম্প্রদায়। বর্তমান অবস্থার প্রেক্ষিতে ও হুমায়ূনের স্মৃতির প্রতি সন্মান জানিয়ে দীঘদিন পর নাটকটিকে মঞ্চে ফিরিয়ে আনছে দলটি।
আগামী ৭ আগস্ট সন্ধ্যা ৭টায় শিল্পকলা একাডেমীর এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে ‘নৃপতি’ নাটকের বিশেষ প্রদর্শনীর আয়োজন করেছে। এর নিদেশনা দিয়েছেন বদরুদ্দোজ্জা।
‘নৃপতি’তে স্বৈরাচার শাসকের বিরুদ্ধে প্রতিবাদ, শাসকদের একনায়কতন্ত্র ও খেয়ালিপনাগুলো সাহিত্যরসের মাধ্যমে ব্যাঙাত্নকভাবে উপস্থাপন করেছেন হুমায়ুন আহমেদ।
নাটকটিতে নাম ভূমিকায় অভিনয় করছেন হাসানুজ্জামান। এ ছাড়া বিভিন্ন চরিত্রে অাছেন নিলুফার ওয়াহিদ, সোহেল রানা, শাহ আলম, অভীক মজুমদার, রনি, মারুফ, মাহিন, শোভা, রাসেল, হাবিবুল্লাহ, মেরী প্রমুখ।
বাংলাদেশ সময়: ১২৪৯ ঘণ্টা, আগস্ট ০৪, ২০১৬
জেএইচ