ফ্রান্সের বিখ্যাত আঁতলিয়ে ‘আকাদেমি দো লা ঘন্দ শোমিয়ের’-এ কিছু ছবি এঁকেছেন শিল্পী জলিলুর রাব্বি তামিম। সেগুলো নিয়ে আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার গ্যালারি জুমে আয়োজন করা হয়েছে ‘কালি ও রেখা’ শীর্ষক একক চিত্র প্রদর্শনী।
আগামী ৬ আগস্ট বিকেল সাড়ে ৫টায় এর উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন কার্টুনিস্ট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অধ্যাপক শিশির ভট্টাচার্য এবং শিল্প সমালোচক মইনুদ্দিন খালেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার পরিচালক ব্রুনো প্লাস।
২০০৬ সালে তামিমের প্রথম একক চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয় আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকায়। এবারের প্রদর্শনী তার আগের একক প্রদর্শনীগুলো থেকে পুরোপুরি আলাদা। ফ্রান্সে অধ্যয়নরত চারুকলার ছাত্র হিসেবে প্রাচীন প্রক্রিয়া নতুনভাবে ব্যবহারের মাধ্যমে সচিত্র মডেলদের চিত্রকর্ম করেছেন তিনি।
‘কালি ও রেখা’ হলো তামিমের চতুর্থ একক প্রদর্শনী। এতে প্রায় ৪০টি চিত্রকর্ম স্থান পেয়েছে। ব্যবহার করা হয়েছে বিভিন্ন প্রকার কালি ও বাঁশের কলম। প্রদর্শনী চলবে আগামী ১৩ আগস্ট পর্যন্ত। সোমবার থেকে বৃহস্পতিবার বিকেল ৩টা থেকে রাত ৯টা এবং শুক্র ও শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা এবং বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত। সবার জন্য উন্মুক্ত।
বাংলাদেশ সময়: ১১৩৭ ঘণ্টা, আগস্ট ০৪, ২০১৬
জেএইচ