* শুধু কবিগুরুর গান
পরিচয় রবীন্দ্রসংগীত শিল্পীর, তাই পঁচিশে বৈশাখ কিংবা বাইশে শ্রাবণের প্রাক্কালে ও এ দুটি বিশেষ দিবসে ব্যস্ত থাকতে হয় অদিতি মহসিনকে। এবারের বাইশে শ্রাবণে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে টিভি চ্যানেল খুললেই শোনা যেতে পারে তার কণ্ঠ!
একুশে টেলিভিশনের শনিবার (৬ আগস্ট) সকাল ৭টা ৪৫ মিনিটে ‘সুরে সুরে গানে গানে’ অনুষ্ঠানে অদিতি মহসিনের কণ্ঠে শোনা যাবে ‘বরিষ ধরা মাঝে শান্তির বারি’, ‘আমারে তুমি অশেষ করেছো’, ‘আমি কান পেতে রই’, ‘বাদল দিনের প্রথম কদম ফুল’, ‘শাওন গগনে ঘোর ঘণ ঘটা’ এবং ‘মেঘের পরে মেঘ জমেছে’ গানগুলো।
মাছরাঙা টেলিভিশনে রাত ১১টায় ‘গানের পেছনে রবীন্দ্রনাথ’ অনুষ্ঠানেও থাকবে অদিতি মহসিনের পরিবেশনা। মুনিরা ইউসুফ মেমীর সঞ্চালনায় এতে আরও গেয়েছেন মহিউজ্জামান চৌধুরী।
বাংলাভিশনের ‘আমার হিয়ার মাঝে’ অনুষ্ঠানে অদিতি গেয়ে শোনাবেন কবিগুরুর গান। স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হবে রাত ১১টা ২৫ মিনিটে। শিমুল মুস্তাফার উপস্থাপনায় এতে সাদি মহম্মদও গাইবেন।
শুক্রবার (৫ আগস্ট) বৈশাখী টেলিভিশনের বিশেষ ‘সময় কাটুক গানে গানে’ অনুষ্ঠানে থাকবে অদিতি মহসিনের পরিবেশনা। স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হবে রাত ১১টায়।
বাংলাদেশ সময়: ০৬০৪ ঘণ্টা, আগস্ট ০৫, ২০১৬
জেএইচ