ছোট পর্দার অভিনেত্রী ফারহানা মিলি এখন নেপালে। তিনি সেখানে জন্মদিন উদযাপন করতে গেছেন।
সাত পর্বের ধারাবাহিক নাটক ‘মিস্টার সুলতান’-এর জন্য এতোসব আয়োজন। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন জাহিদ হাসান। কিন্তু জন্মদিনের দৃশ্য নেপালে ধারণ করতে হলো কেনো? উত্তর আছে গল্পে।
মিস্টার সুলতান বিশিষ্ট ব্যবসায়ী ও জনপ্রিয় ব্যক্তি। তিনি ভালোবাসেন বড়লোকের মেয়ে লামিয়াকে (ফারহানা মিলি)। লামিয়ার সঙ্গে ছায়ার মতো লেগে থাকেন সুলতান। লামিয়া তার বন্ধুদের নিয়ে নেপালে জন্মদিন পালন করতে গেলে সেখানেও হাজির হন তিনি। কিন্তু সুলতান তার ভালোবাসার কথা লামিয়াকে মুখ ফুটে বলতে পারে না। এদিকে লামিয়ার বন্ধু ম্যাকও (পাভেল ইসলাম) তাকে ভালোবাসে।
নাটকটি লিখেছেন অয়ন চৌধুরী, পরিচালনা করছেন সাখাওয়াত মানিক। ‘মিস্টার সুলতান’-এর কাজে পুরো ইউনিট এখন নেপালে অবস্থান করছে। নেপালের হোটেল ভাইশালিতে ধারণ করা হয় জন্মদিনের অনুষ্ঠান।
নেপাল থেকে ফেসবুকে শুটিংয়ের অভিজ্ঞতা জানিয়ে অভিনেতা পাভেল ইসলাম বাংলানিউজকে বললেন, ‘আমরা পুরো ইউনিট নেপালে এসেছি গত ২৭ জুলাই। এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে। একটু পরপরই বৃষ্টি শুরু হয়। এ কারণে কাজটি শেষ করতে দেরি হয়ে যাচ্ছে। ’
ধারাবাহিক নাটকটিতে আরও অভিনয় করেছেন আ খ ম হাসান, নাজিরা মৌ, স্বাগতা, সমাপ্তি, সুস্মি প্রমুখ। আসন্ন ঈদে একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচার হবে ‘মিস্টার সুলতান’।
বাংলাদেশ সময়: ০৭১৩ ঘণ্টা, আগস্ট ০৫, ২০১৬
জেএমএস/জেএইচ