অর্ধশতাব্দীর বেশি সময় ধরে সংগীতাঙ্গনে দাপটের সঙ্গে গান করছেন সৈয়দ আব্দুল হাদী। তার বর্ণাঢ্য সংগীতজীবন সাফল্যের পালকে মোড়া।
ঢাকা ক্লাবে আগামী ১০ আগস্ট সন্ধ্যায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে প্রকাশ হবে সৈয়দ আব্দুল হাদীর প্রচলিত-অপ্রচলিত ৪৬টি গানের চারটি অ্যালবাম। এ অনুষ্ঠানে ‘দ্য লেজেন্ড সৈয়দ আব্দুল হাদী’ প্রামাণ্যচিত্রের উদ্বোধনী প্রদর্শনী হবে।
সৈয়দ আব্দুল হাদী বাংলানিউজকে বললেন, ‘এর আগে অনেকেই প্রস্তাব দিয়েছিলেন। রাজি হইনি। কারণ আমি মনে করি, প্রামাণ্যচিত্র হওয়ার মতো যোগ্যতা আমার নেই। বাংলাঢোল আমার ৪৫টি গান নিয়ে অ্যালবাম প্রকাশ করছে। এরই অংশ হিসেবে প্রামাণ্যচিত্রটিও ওরা তৈরি করেছে। সব মিলিয়ে কাজটি নিয়ে আমি সন্তুষ্ট। ’
বাংলাঢোলের প্রযোজনায় নির্মিত ৩৫ মিনিট ব্যাপ্তির প্রামাণ্যচিত্রটির নাম রাখা হয়েছে ‘দ্য লেজেন্ড সৈয়দ আব্দুল হাদী’। এটি নির্মাণ করেছেন সাদাত হোসাইন। তিনি বাংলানিউজকে বলেন, ‘প্রামাণ্যচিত্রটিতে কিংবদন্তি এই শিল্পীর অনেক অজানা দিক তুলে ধরার চেষ্টা করেছি। কাজ করতে গিয়ে মনেই হয়নি একজন বয়সী কিংবা কিংবদন্তির সঙ্গে আছি। তিনি অসাধারণ একজন মানুষ। আমরা তার কাছ থেকে অনেক কিছু শিখেছি। ’
প্রথম প্রদর্শনীর পর ‘দ্য লেজেন্ড সৈয়দ আব্দুল হাদী’ বিশেষভাবে পাওয়া যাবে বাংলাফ্লিক্স (banglaflix.com.bd) নামক ভিডিও চ্যানেলে। অডিও সংস্করণ শোনা যাবে ৪৬৪৬ নম্বরে ডায়াল করে।
বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, জুলাই ০৮, ২০১৬
এসও/জেএইচ