সুপারস্টার সালমান খান মনে করেন, ‘ফ্রিকি আলি’তে গলফারের চরিত্রে অভিনয় করা নওয়াজুদ্দিন সিদ্দিকি হলেন এক টেকের অভিনেতা। সল্লুর প্রযোজনায় সোহেল খান পরিচালিত ছবিটিতে নাম ভূমিকায় দেখা যাবে তাকে।
কাহিনিতে পাড়ার মাস্তান হিসেবেও দেখা যাবে নওয়াজকে, যিনি গলির মারকুটে ক্রিকেটার। হঠাৎ গলফার হয়ে যান তিনি। রোববার (৭ আগস্ট) ‘ফ্রিকি আলি’র ট্রেলার প্রকাশনা অনুষ্ঠানে ৪২ বছর বয়সী এই অভিনেতা বলেন, ‘আমি আগে কখনও গলফ খেলিনি। এটি প্রয়োগিক খেলা। আমাকে এটা শিখতে হয়েছে। খেলাটি অনেকবার অনুশীলন করেছি। ১০-১২ দিন তো শুধু গলফ নিয়ে থেকেছি। ’
‘গ্যাংস অব ওয়াসেপুর’ তারকা নওয়াজ তার অভিনয় নৈপুণ্যের জন্য দর্শকমহলে সমাদৃত। তবে ‘ফ্রিকি আলি’তে অর্ন্তবাস বিক্রির সংলাপ বলতে গিয়ে নাকি হিমশিম খেয়েছেন তিনি। তার কথায়, ‘অর্ন্তবাস বিক্রির সংলাপ বলা ছিলো সবচেয়ে কঠিন। চিত্রায়নের আগে সকাল থেকে এর মহড়া করেছি। ’
ট্রেলার প্রকাশের অনুষ্ঠানেও আমন্ত্রিতদের সামনে সংলাপটি অনর্গল বলে শোনান নওয়াজ। তখন কেউই হাসি থামিয়ে রাখতে পারেননি। সালমানও হাসিতে গড়াগড়ি খেয়েছেন! ৫০ বছর বয়সী এই অভিনেতা বলেন, ‘এজন্যই আমরা নওয়াজুদ্দিনকে নিয়েছি। ও খামখেয়ালি। ও আপনাকে এক টেকেই শট দিতে সক্ষম। আমি এই কাজ করতে গেলে ৫০ টেক নিতে হবে। এমনকি ওই সংলাপ বারবার বলতেও পারবো না। ’
এদিকে ‘ফ্রিকি আলি’ ছবিতে কাজ করতে চেয়েছিলেন সালমান। কিন্তু তার হাজার অনুরোধের পরও সোহেল তাকে নেননি। তিনি বেছে নেন আরেক ভাই আরবাজ খানকে। এ প্রসঙ্গে ‘দাবাং’ তারকা বলেন, ‘নায়কের বন্ধুর চরিত্র হলেও ছবিটিতে থাকতে চেয়েছি। কিন্তু সোহেলের প্রস্তুতি ছিলো না। ওকে অন্য চরিত্রেও অভিনয়ের সুযোগ দিতে অনুরোধ করেছিলাম। কিন্তু আমাকে রেখে আরবাজকে নিয়েছে ও। এ ছবির কাজ শেষে ৩৮ দিনে, আমাকে নিলে ১৩৮ দিন লাগতো!’
আরবাজ অভিনয় করেছেন রংবাজ, ছিঁচকে চোর ও চাঁদাবাজ মাকসুদ চরিত্রে। আলি সমস্যায় পড়লে তাকে সহযোগিতা করে মাকসুদ। কীভাবে এক দরিদ্র মানুষ বড়লোকদের খেলা গলফে গেম চেঞ্জার হয়ে উঠতে পারে, সেটাই দেখানো হয়েছে এ ছবিতে।
এদিকে ‘ফ্রিকি আলি’র প্রচারণার সময় এর একটি অজানা তথ্য ফাঁস করেছেন সালমান। তিনি জানান, এ ছবিতে স্বল্প উপস্থিতির একটি চরিত্রে দেখা যাবে জ্যাকি শ্রফকে। এ ছাড়াও আছেন অ্যামি জ্যাকসন, নিকিতিন ধীর প্রমুখ। ‘ফ্রিকি আলি’ মুক্তি পাবে আগামী ৯ সেপ্টেম্বর।
* ‘ফ্রিকি আলি’ ছবির ট্রেলার :
বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১৬
বিএসকে/জেএইচ