সত্তর দশকে বলিউডে মাঝারি মানের কলাকুশলীদের ভিড় হওয়ার পেছনে রাজেশ খান্না দায়ী ছিলেন বলে মন্তব্য করায় হিন্দি চলচ্চিত্র শিল্পের অনেকে নিন্দা জানিয়েছেন বর্ষীয়ান অভিনেতা নাসিরুদ্দিন শাহকে।
এবার ধুয়ে দিলেন গীতিকার-চিত্রনাট্যকার জাভেদ আখতার।
প্রথম বেঙ্গালুরু কবিতা উৎসবে অংশ নিয়ে জাভেদ আখতার এ মন্তব্য করেন। তার চিত্রনাট্য লেখার অংশীদার সেলিম খানও নাসিরুদ্দিনের মন্তব্যের কড়া সমালোচনা করেন। সেলিমের মতে, হতাশা আর তিক্ততা থেকেই এমন দায়িত্বহীন কথা বলেছেন তিনি। রাজেশ খান্নার কন্যা টুইংকেল মন্তব্য করেন, মৃত ব্যক্তিকে আক্রমণ করা উচিত নয় যিনি নিজেকে রক্ষা করতে পারবেন না।
এক সাক্ষাৎকারে নাসিরুদ্দিন শাহ দাবি করেন, সত্তর দশকে হিন্দি ছবিতে মাঝারি মানের লোকজনে ভরে গিয়েছিলো যখন রাজেশ খান্না এখানে পা রাখেন। তিনি অতো উঁচু মাপের অভিনেতা ছিলেন না।
২০১২ সালের জুলাইয়ে ৬৯ বছর বয়সে ক্যানসারে মারা যান বলিউডের প্রথম সুপারস্টার রাজেশ খান্না। তার অভিনীত ছবির তালিকায় আছে ‘বাহারো কে স্বপ্নে’, ‘আরাধনা’, ‘হাতি মেরে সাথী’, ‘অমর প্রেম’, ‘আপ কি কসম’ প্রভৃতি। জীবদ্দশায় তিনবার ফিল্মফেয়ারে সেরা অভিনেতার পুরস্কার পান তিনি। ২০০৫ সালে তাকে ফিল্মফেয়ার আজীবন সম্মাননা দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১৮১৭ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১৬
জেএইচ