দেশে মূকাভিনয় শিল্পের প্রচার ও প্রসারে উল্লেখযোগ্য ভূমিকা রাখায় তিনজন বিনোদন সাংবাদিককে সম্মাননা জানাবে মাইম আর্ট থিয়েটার। আগামী ১৮ আগস্ট বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে সন্ধ্যা ৬টায় এর আয়োজন করা হয়েছে।
মাইম আর্টের সম্মাননা প্রদান অনুষ্ঠানে অতিথি থাকবেন নাট্যব্যক্তিত্ব ড. ইনামুল হক, ঝুনা চৌধুরী ও বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের সাধারণ সম্পাদক আকতারুজ্জামান প্রমুখ।
একই দিন সন্ধ্যা ৭টায় স্টুডিও থিয়েটার হলে থাকছে একক মূকাভিনয় ‘লাইফ ইজ বিউটিফুল’-এর ১৮তম প্রদর্শনী। সবশেষ গত বছর ১৮ আগস্ট এখানেই এর মঞ্চায়ন হয়।
মাইমের পক্ষে নিথর মাহবুব বলেন, ‘মূকাভিনয় বিলুপ্তির খাদে চলে গিয়েছিলো। এ অবস্থায় এগিয়ে এসেছেন সাংবাদিকেরা। শিল্পটির বিস্তার ঘটাতে বড় অবদান রেখেছেন তারা। তাই সাংবাদিক বন্ধুদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতেই এই সম্মাননা। ’
নিথর আরও জানান, কয়েক মাস পরপর হল বরাদ্দ পান তারা। তাই ইচ্ছে থাকার পরও মঞ্চে নিজেদের কাজ দেখানোর সুযোগ হয়ে ওঠে না তেমন। তাই তিনি সিদ্ধান্ত নিয়েছেন প্রতি বছর নিজের জন্মদিনে একবার করে ‘লাইফ ইজ বিউটিফুল’-এর প্রদর্শনী করবেন।
বাংলাদেশ সময়: ১২২৯ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৬
এসও/জেএইচ