ঢাকা, রবিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০৩ নভেম্বর ২০২৪, ০১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

নতুন ‘ওশানস’ ছবিতে অ্যান ও রিয়ান্না

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৮ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৬
নতুন ‘ওশানস’ ছবিতে অ্যান ও রিয়ান্না রিয়ান্না ও অ্যান হ্যাথাওয়ে

অস্কারজয়ী অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে ও বারবাডোজের গায়িকা রিয়ান্না ‘ওশানস এইট’ নামের একটি ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। এতে প্রধান আটটি চরিত্রে থাকবেন শুধু নারীরা।

 

গল্পে দলবদ্ধভাবে চুরি-ডাকাতি করে এমন একদল নারীকে দেখা যাবে। অ্যান ও রিয়ান্নার পাশাপাশি ছবিটিতে যুক্ত হয়েছেন হলিউড অভিনেত্রী হেলেনা বোনহ্যাম কার্টার, মিন্ডি ক্যালিং ও র‌্যাপার অকোয়াফিনা! এ ছাড়া সান্ড্রা বুলক ও কেট ব্ল্যানচেটেরও অভিনয় করার কথা শোনা যাচ্ছে। যোগ দিলে তারাই দলটির নেতৃত্বে থাকবেন।  

গ্যারি রসের পরিচালনায় নিউইয়র্কে এর চিত্রায়ন শুরু হবে অক্টোবরে। তিনি এর আগে দ্য হাঙ্গার গেমস সিরিজের ছবি পরিচালনা করেছেন। তার সঙ্গে মিলে নতুন চিত্রনাট্যটি লিখেছেন অলিভিয়া মিলচ। ওয়ার্নার ব্রাদার্স ‘ওশানস ইলেভেন’ ফ্রাঞ্চাইজির মতো সিরিজ তৈরির এই পরিকল্পনা সাজিয়েছে। খবর হলিউড রিপোর্টারের।  

২০০১ সালে জর্জ ক্লুনি ও ব্র্যাড পিটের মতো বিখ্যাত তারকাদের নিয়ে হাস্যরসধর্মী চৌর্যবৃত্তির ছবি ‘ওশানস ইলেভেন’ পরিচালনা করেন স্টিভেন সোডারবার্গ। ২০০৪ সালে ‘ওশানস টয়েলভ’ ও ২০০৭ সালে ‘ওশানস থার্টিন’ নামে এ সিরিজের আরও দুটি ছবি বানান তিনি। এ তিনটিকে বলা হয় ওশানস ট্রিলজি।  

নতুন পরিকল্পনায় সোডারবার্গ প্রযোজক হিসেবে যুক্ত থাকবেন বলে আশা করা হচ্ছে। তার আগে তিনি আটলান্টায় নিজের পরিচালিত ‘লগ্যান লাকি’র কাজ শেষ করবেন। এর বিষয়বস্তুও চুরি-ডাকাতি।

এতে দেখা যায় চোর ড্যানি ওশান ও তার ১০ সহযোগী লাস ভেগাসে একই সময়ে তিনটি ক্যাসিনোতে চুরির পরিকল্পনা করে। এটি ছিলো ১৯৬০ সালে মুক্তিপ্রাপ্ত ফ্রাঙ্ক সিনাত্রা ও ডিন মার্টিনের ‘র‌্যাট প্যাক’-এর রিমেক।  

এদিকে জনপ্রিয় ফ্রাঞ্চাইজিকে মাথায় রেখে শুধু নারী অভিনেত্রীদের নিয়ে নতুন সিরিজ চালু করাকে ঝুঁকিপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। কারণ সনি পিকচার্সের ‘গোস্টবাস্টারস’ বক্স অফিসে ব্যর্থ হয়েছে। যদিও এর নির্মাণ ব্যয় ছিলো ১৫ কোটি ডলার।  

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।